চোখের সামনে সমুদ্রে তলিয়ে গেল একটা বিরাট এলাকা! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠলেন নেটাগরিকেরা

বাংলাহান্ট ডেস্কঃ চোখের সামনে একটু একটু করে গোটা এলাকাকে গিলে নিল সমুদ্র, নরওয়ের (norway) এই ভিডিও (video) শেয়ার করার সাথে সাথেই ভাইরাল (viral)। ইতিমধ্যেই ৫০ লাখের বেশী মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।

PicsArt 06 06 03.50.07

বছর ২০২০ মোটেই ভাল যাচ্ছে না মানব জাতির পক্ষে। বছরটা শুরু হয়েছিল ভয়াবহ দাবানল দিয়ে। কয়েক লাখ হেক্টর জমি পুড়ে সেখানে মারা যায় কয়েক কোটি বন্যপ্রাণী ও গাছ। তারপর ধীরে ধীরে গোটা পৃথিবীই চলে যায় করোনার গ্রাসে। এখনো যে গ্রাস থেকে মুক্তি সম্ভব তো হয় নি বরং প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল।

এর সাথে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে। গত কয়েকমাসে ছোট খাটো কম্পনের সংখ্যা অগুনতি। দুই শতকের বেশী সময়ের পড়ে ভয়ংকর সুপার সাইক্লোন আমফান বিধ্বস্ত বাংলা। আসামে জারি ভয়ংকর বন্যা। এরই মধ্যে আরো এক ভয়ংকর ভিডিও হল ভাইরাল।

ফ্রেড্রিক দ্রাব্লস নামের এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখেন, ”এখনও নরওয়ের অলটাতে ভূমিধ্বসের কারণে বহু বাড়ি সমুদ্রের তলায় তলিয়ে যায়।” টুইটারে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভিডিও-টি ভাইরাল হয়ে যায়।


সম্পর্কিত খবর