বিশ্বজুড়ে দিনের পর দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই মহামারী থেকে কবে রক্ষা পাবে প্রাণীজগৎ এর উত্তর নেই কারোর কাছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরাও জানিয়েছেন যে করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই এবার আমাদের বাঁচতে হবে। তবে যত দিন যাচ্ছে ততই যেন করোনা আরও শক্তিশালী হচ্ছে। করোনা থাবা বসাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও বিশেষ করে ফুটবল জগতে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনা ফুটবলার পাওলো দিবালা, ইতালির তারকা ফুটবলার মালদিনি। করোনা ভাইরাস এবার সরাসরি থাবা বসালো ভারতীয় ফুটবলে, করোনা ভাইরাসের কারনে প্রাণ হারালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার।
ভারতের প্রাক্তন ফুটবলার হামজা কোয়া কয়েকদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে তিনি ভর্তি ছিলেন কেরলের একটি হাসপাতালে। অবশেষে মাত্র 61 বছর বয়সে করোনা ভাইরাসের থাবায় কেরলের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হামজা কোয়া। ভারতের জাতীয় দলের জার্সি গায়ে সন্তোষ ট্রফি খেলেছিলেন তিনি, সেই সাথে তিনি দীর্ঘদিন খেলেছেন জাতীয় ক্লাব মোহনবাগানের হয়েও। এছাড়াও ফুটবল ক্যারিয়ারের শেষের দিকে তিনি মুম্বাইয়ের বিভিন্ন নামী ফুটবল ক্লাবের হয়েও খেলেছেন।
জানা গিয়েছে মুম্বাই থেকে 21 শে মে কেরলে নিজের আদি বাড়িতে ফেরেন হামজা কোয়া। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করলে তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। তারপর চিকিৎসা শুরু হয়। অবশেষে 61 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। উনার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়া মহলে।