একাধিক কার্ড বানিয়ে রেশন চুরি করেছে বিজেপি নেতা, অভিযোগ তৃণমূলের

বাংলাহান্ট ডেস্কঃ আবারও রেশন চুরির অভিযোগ উঠল বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে।বিজেপি নেতারা অসৎ উপায়ে পরিবারের সদস্যদের একাধিক রেশন কার্ড দিয়ে খাদ্য সামগ্রী তুলে নিচ্ছে এমনই অভিযোগ করেন বীরভূমের মৌলিক ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়। যদিও শাসকদের সঙ্গে তুলনা করেছেন বিজেপির জেলা সম্পাদক অরুণ চট্টোপাধ্যায়কে।

তাঁর অভিযোগ,  প্রশাসন ও শাসক দলের সঙ্গে যোগ বেধেই রেশন ডিলার একাধিক পরিবারের নামে একাধিক রেশন কার্ড করে রেশন সামগ্রী আত্মসাৎ করেছেন। এমনকি মৃত ব্যক্তির নামেও রেশন সামগ্রী তোলা হচ্ছে। এই অভিযোগের পর শনিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিধায়ক অভিজিত বাবু। তিনি বলেন, ওই বিজেপি নেতা গোপনে পরিবারের নামে তিনটি রেশন কার্ড করে সামগ্রী তুলছেন। কয়েকদিন আগে ডিলারের কাছ থেকে কিছু চাল এবং মোটা টাকা দাবি করেছিলেন। দিতে না যাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে এসেছেন।

773915 rationshop
রেশন ডিলার সিরাজুল হক বলেন, শুধু পরিবার নয় বেশ কয়েকটি পরিবার একাধিক কার্ড করে খাদ্যসামগ্রীতে হয়েছে। এমনকি মৃত ব্যক্তির নামেও খাদ্যসামগ্রী যাচ্ছে। অতনু বাবু বলেন, রেশন ডিলার সড়ক দলের নেতারা চোরে-চোরে মাসতুতো ভাই, একেই বলে চোরের মায়ের বড় গলা। শাসক দলের নেতা হোক কিংবা সকলের সঙ্গে যোগসাজশ করে চুরি করে চলেছে । চাল, গম, আটা চুরি করে চলেছে।


সম্পর্কিত খবর