বাংলাহান্ট ডেস্কঃ দলীয় এক কর্মীকে অন্যায় ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্নায় বসলেন বিজেপির (BJP) রাজ্য যুব মোর্চার সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিহিংসা দেখাতে গিয়ে গাইঘাটা থানার পুলিশ গত ৬ ই জুন রাতে দলীয় এক বিজেপি পঞ্চায়েত সদস্যাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে।
খবর পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নিজের দলের সদস্যাকে অন্যায়ভাবে আটক করার প্রতিবাদে গতকাল রাতেই গাইঘাটা থানার সামনেই ধর্নায় বসেন সৌমিত্র খাঁ এবং শান্তনু ঠাকুর। দলীয় কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ দেখাতে শুরু করে।
থানার সামনে দেখানো এই ধর্নায় অংশ নেয় দলের আরও বহু সদস্যারা। তাপস ঘোষ এবং প্রিতম দত্তের মতো বলিষ্ঠ যুব নেতারাও এই ধর্নায় সামিল ছিলেন। তাঁদের দাবী দলীয় সদস্যাকে ছেড়ে দিতে হবে। অন্যায় ভাবে তাঁকে আটকে রাখা যাবে না।
শাসক দলের বিরুদ্ধে শ্লোগান দিয়ে তৃণমূলকে “বিদায়ী-সম্বর্ধনা”দেওয়ার কোথাও বললেন তারা। সেই সঙ্গে তারা বলেন, ‘আমরা কর্মীরা চাই সারা বাংলা জুড়ে এমনই ভাবে তৃণমূলকে বিদায়ী সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি শুরু হোক। তাহলেই ২০২১ সালে তৃণমূলকে হাটিয়ে ১৮জন সাংসদকে সংসদে পাঠানো সার্থকতা পাবে রাজ্য’।