বাংলহান্ট ডেস্কঃ আগামী ১৭ ই জুন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) পাঁচটি অস্থায়ী সদস্য পদের নির্বাচন। ভারত (India) এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসন লাভ করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ এবং কূটনৈতিকবিদরা। এবারের নির্বাচনে জয়লাভ করলে আগামী ২০২১ সাল থেকে ভারতের এই সদস্য পদের মেয়াদ শুরু হবে।
বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক গ্রাস করলেও, ভারত দেখছে আশার আলো। কোনো প্রতিদ্বন্দ্বি ছাড়াই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ প্রাপ্তির দিকে এগোচ্ছে ভারত।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের লক্ষ্যে ভারত
রাষ্ট্রসংঘের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ছাড়া বাকি দশটি অস্থায়ী সদস্য দেশকে নিরাপত্তা পরিষদে রোটেশনের ভিত্তিতে ভোটভুটির মাধ্যমে নির্বাচিত করা হয়। আসন্ন ১৭ ই জুনের নির্বাচনে এশিয়া প্যাসিফিক ব্লক থেকে একা ভারতই প্রতিনিধিত্ব করছে ভারত। অষ্টম বারের জন্য জয়লাভ নিশ্চিত করার জন্য জোর কদমে প্রচার চালাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
পরিকল্পিত পদক্ষেপ
সংকটের এই পরিস্থিতিতে মহামারি করোনা ভাইরাস কিভাবে দেশের অর্থনীতিতে আঘাত হেনেছে, সে প্রসঙ্গ উত্থাপন করে জয়শংকর জানান, ” এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narednra Modi) তাঁর পাঁচটি ‘স’ নীতি রাষ্ট্রসংঘে কার্যকর করার লক্ষ্যে রয়েছেন। এই পাঁচটি নীটি হল, সম্মান (রেসপেক্ট), সংবাদ (ডায়ালগ), সহযোগ (কোঅপারেশন), শান্তি (পিস) ও সমৃদ্ধি (প্রস্পারিটি)। বিশ্বের সব জাতি ও দেশের সমৃদ্ধির লক্ষ্যে শান্তি কার্যকর করার উদ্যেশ্যে সবাইকে সহযোগিতা করে সব জাতি গোষ্ঠীকে সম্মান প্রদর্শন করে সকলের সঙ্গে আলোচনা (সংবাদ) করেই ভারত রাষ্ট্রসংঘকে কাজ করার অনুরোধ বলবে। এবং এটাই ভারতের উদ্দেশ্য। এজন্য চাই সবার আগে পৃথিবীর বুক থেকে ধর্মীয় সন্ত্রাসবাদ, মাদক সন্ত্রাসকে নিশ্চিহ্ন করতে”।