এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সেরা ফাস্ট বোলার হলেন কাগিসো রাবাডা। মাত্র কয়েক বছরের ক্রিকেট ক্যারিয়ারে তিনি নজর কেড়েছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে তার ব্যাটে বলে লড়াই নতুন নয়। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হলে প্রায়ই দেখা যায় বিরাট বনাম কাগিসো রাবাডা লড়াই। বর্তমানে আইপিএলও নজর কেড়েছেন কাগিসো রাবাডা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেন তিনি।
এইদিন ইনস্টাগ্রাম লাইভে দক্ষিণ আফ্রিকান তারকা বোলার কাগিসো রাবাডা কে একজন ক্রিকেট ভক্ত প্রশ্ন করেন অতীতের কোন তারকা ব্যাটসম্যানকে বোলিং করতে চান? এই প্রশ্নের উত্তরে রাবাডা বলেন, ” সচিন টেন্ডুলকার, ভিভ রিচার্ডসন, রিকি পন্টিং, কেভিন পিটারসেনের মতো তারকা ব্যাটসম্যানদের আমি বোলিং করতে চাই।”
এই মুহূর্তে করোনা ভাইরাসের কারনে বিশ্বজুড়ে সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে। এই সময় নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিমে যাচ্ছেন বলে জানিয়েছেন রাবাডা। রাবাডা জানিয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে আমি নিয়মিত ভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছি, তাই এই বিশ্রামটা আমার দরকার ছিল। এখন আমি বেশিরভাগ সময় জিমে গা ঘামাচ্ছি।