মাস্ক ছাড়াই তৈমুরকে কাঁধে নিয়ে রাস্তায় সাইফ আলী খান! ধমক দিলো পুলিশকর্মী! দেখুন ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ তৈমুর (Taimur) আর করিনাকে (Kareena Kapoor) নিয়ে সমুদ্রের ধার দিয়ে হাঁটা সইফ আলী খানের (Saif Ali Khan) ভিডিও ভাইরাল (Video Viral)। তিনমাস লকডাউন কাটানোর পর Unlock 1 এ অনেক কিছু ছাড় দেওয়া হয়েছে। আর এই ছাড়ের পর বলিউডের নক্ষত্ররা একে একে বাড়ির বাইরে বের হচ্ছেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী করিনা কাপুরও নিজের স্বামী সাইফ আলী খান আর ছেলে তৈমুর এর সাথে রাস্তায় ঘুরতে বের হন।

মেরিন ড্রাইভে সাইফ-কারিনাকে তাদের সন্তানের সাথে দেখা যায়। আর এই ভ্রমণে সাইফ, করিনা মাস্ক পড়ে থাকলেও, তৈমুরের ছিল না কোন মাস্ক। আর সেই জন্য সোশ্যাল মিডিয়ায় ওনাদের নিয়ে খুব সমালোচনাও হয়। এমনকি দাবি করা হচ্ছে যে, এক পুলিশ কর্মী সাইফ এবং করিনাকে রাস্তায় তৈমুর কে নিয়ে বের না হওয়ার উপদেশ দেন।

শোনা যাচ্ছে যে, সাইফ, করিনা আর তৈমুর লকডাউন শিথিল করার পর মেরিন ড্রাইভে ভ্রমণে যায়। সেই সময় সইফ নিজের ছেলে তৈমুরকে কাঁধে তুলে মেরিন ড্রাইভে ঘোরার আনন্দ নিতে থাকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সাইফ যখন তৈমুরকে কাঁধে নিয়ে মেরিন ড্রাইভে ঘুরছিল, তখন এক পুলিশকর্মী ওনাদের বাধা দেন।

ভিডিওতে শোনা যাচ্ছে যে, কেউ একজন বলছেন এই অবস্থায় বাচ্চাদের রাস্তায় নিয়ে বের হওয়া সুরক্ষিত না। মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে, ওই গলা কোন পুলিশকর্মীর। এছাড়াও সইফ ওই পুলিশকর্মীকে জুজ্ঞাসা করেন যে, তাহলে কি বাইরে আনতেই পারব না?

https://www.instagram.com/p/CBKfWRGFxYP/?utm_source=ig_embed

সইফ, করিনা আর তৈমুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। অনেকে সইফকে তুলোধনা করেন, কারণ এই বিপদের সময়ে তৈমুরকে নিয়ে বাইরে বের হওয়া কোনোদিক থেকেই সুরক্ষিত না। যদিও ওই ভিডিওর সত্যতা আমদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। গোটা দেশের মধ্যে মহারাষ্ট্র করোনার আক্রমণে বিধ্বস্ত। আর এই সময়ে বাচ্চা এবং বয়স্ক মানুষদের রাস্তায় বের হওয়া খুবই অসুরক্ষিত।

Koushik Dutta

সম্পর্কিত খবর