বাংলাহান্ট ডেস্ক: মহিলারা এখন কোনও অংশেই কম যান না পুরুষের থেকে। পায়ে পায়ে মিলিয়ে ঘরের কাজ থেকে শুরু করে দেশের কাজ, দশভূজার ভূমিকা তারা চিরদিন ধরেই পালন করে আসছে। আমাদের সমাজে এমন বহু নারী রয়েছেন যারা প্রতি পদক্ষেপে নিজেদের শক্তি ও সাহসের পরিচয় দিয়ে চলেছেন।
এমনই একজনের উদাহরন, ছত্তিশগড়ের এক দান্তেশ্বরী যোদ্ধা। সুনয়না প্যাটেল (sunaina patel) হলেন ছত্তিশগড়ের দান্তেওয়ারা (dantewada) জেলা পুলিশের মাওবাদী দমন বাহিনীর একজন মহিলা কমান্ডার। আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও দেশের নিরাপত্তায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা বলে পরিচিত দান্তেওয়ারা। সেখানে মাওবাদী দমনের জন্য গঠন করা হয়েছে একটি মহিলা বাহিনী, নাম দান্তেওয়ারা যোদ্ধা। সেই বাহিনীরই কমান্ডার হলেন সুনয়না।
গর্ভে সন্তান নিয়েও কোনওদিন ডিউটিতে ফাঁকি দেননি। লড়ে গিয়েছেন দেশের জন্য। এবার তাঁর কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। গত শনিবার সন্তানের জন্ম দিয়েছেন সুনয়না। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। খুশির হাওয়া বইছে তাঁর পরিবার ও কাজের জায়গায়। সুনয়না বলেন, সন্তানের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের কাজেও ফাঁকি দেবেন না তিনি।
https://twitter.com/SakalleyTanmay/status/1269253630810640385?s=19
নারী দিবসেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সুনয়না। জানা গিয়েছিল, এর আগেও একবার এই বাহিনীতে যোগ দিয়েছিলেন সুনয়না। কিন্তু সেই সময় দায়িত্ব পালন করার সময়েই দুর্ভাগ্যবশত গর্ভপাত হয় তাঁর। ফের ছয় মাস আগে যখন তিনি দু মাসের গর্ভবতী তখন আর উচ্চপদস্থ অফিসারদের এই বিষয়ে কিছু জানান নি। যখন তাঁর গর্ভাবস্থার ছয় মাস চলছে তখন বিষয়টা জানতে পেরে তাঁকে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরামর্শও দেন অফিসাররা। কিন্তু রাজি হননি সুনয়না। তাঁর কথায়, মাওবাদী দমন বাহিনীতে তাঁর থাকাটা খুব জরুরি। পাশে পেয়েছিলেন স্বামীকেও।
সেইসময় দান্তেওয়ারার পুলিশ সুপার অভিষেক পল্লভের বলেন, নিজের কাজের প্রতি প্রচন্ড শ্রদ্ধা রয়েছে সুনয়নার। এর আগেও একবার জঙ্গলে টহলদারির সময় ওর গর্ভপাত হয়েছিল। তাই এবার ওর ভালর কথা ভেবেই ছুটি নিতে বলা হয়েছিল। কিন্তু উনি ছুটি নিতে অস্বীকার করেন। ওনাকে দেখে আর ও মহিলারা দান্তোয়ারা যোদ্ধায় যোগ দিয়েছেন।