বাংলাহান্ট ডেস্ক: নতুন গান ‘তামাশা’র (tamasha) প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে কুরুচিকর মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল (nobel)। তাঁর মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় দুই বাংলায়। কিন্তু নোবেল ভেবেছিলেন এক আর হল আরেক।
সেই বিতর্কই কাল হল নোবেলের। তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত গান ‘তামাশা’র কার্যত তামাশা বানিয়ে ছেড়ে দিল নেটজনতা। নোবেলের ইউটিউব চ্যানেল নোবেল ম্যানে মুক্তি পেয়েছে এই গান। লাইক যত না পড়েছে তার থেকে বেশি রয়েছে ডিসলাইক। যে গানের জন্য এত কাঠখড় পোড়ালেন নোবেলের সেই গানেই যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছে নেটজনতা।
বলা হয়, নেগেটিভ পাবলিসিটিও একরকম পাবলিসিটি। ঠিক সেটাই উদ্দেশ্য ছিল নোবেলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চা ওয়ালা’ বলে সম্বোধন করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এরপরেই শুরু হয় জোর বিতর্ক। শেষে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা RAB ডেকে পাঠায় নোবেলকে।
সেখান থেকে ফিরেই তড়িঘড়ি আগের বিতর্কিত ভিডিওটি মুছে দিয়ে ক্ষমা প্রার্থনা করে একটি নতুন ভিডিও পোস্ট করেন নোবেল। তিনি দাবি করেন, এই গোটাটাই আসলে ‘মার্কেটিং স্টান্ট’ ছিল। তাঁর গানের প্রচারের জন্যই তিনি এমনটা করেছিলেন। কেউ যদি দুঃখ পায় তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। বাংলাদেশি ইউটিউবার তাহসিনেশনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। সেবারও তুমুল হইচই হয়েছিল বিষয়টা নিয়ে। অনেকেই মন্তব্য করেছেন, কম বয়সে হঠাৎ করেই পাওয়া জনপ্রিয়তার আলো অন্ধ করে দিয়েছে নোবেলকে।