বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (Bharatiya Janata party) দিগগজ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) শারীরিক সমস্যা দেখা দয়েছে। ওনাকে দিল্লীর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সুত্র অনুযায়ী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া করোনার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিন্ধিয়া আর ওনার মা করোনা পজেটিভ আর বিগত চারদিন ধরে দিল্লীর সাকেতের হাসপাতালে চিকিৎসাধীন। শোনা যাচ্ছে যে, সিন্ধিয়ার শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছিল। কিন্তু ওনার মায়ের শরীরে করোনার কোন লক্ষণ ছিল না।
এর আগে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের শারীরিক সমস্যা থাকার খবর সামনে এসেছিল। মুখ্যমন্ত্রী কেজরীবাল জ্বর আর কাশির সমস্যায় ভুগছিলেন। এরপর ডাক্তার ওনাকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছিল। আজ সকালে করোনার আশঙ্কার কারণে মুখ্যমন্ত্রী কেজরীবালের স্যাম্পেল নেওয়া হয়েছে।
হোলির দিন মধ্যপ্রদেশে রাজনৈতিক রদবদল করে সিন্ধিয়া কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির পদ্ম হাতে তুলে নেন। ওনার সাথে কংগ্রেসের বেশকিছু বিধায়কও বিজেপির হাত ধরেন। এরপরেই মধ্যপ্রদেশ বিধানসভা ভঙ্গ হয়ে যায় আর ক্ষমতা আরও একবার বিজেপির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাতে চলে আসে।