বাংলাহান্ট ডেস্কঃ করোনায় (corona virus) বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, সারা বিশ্বজুড়েই চলছে কর্মী ছাঁটাই। এই পরিস্থিতিতে স্রোতের বিপরীতে হাঁটল নিউ ইয়র্ক নিবাসী পূর্নেন্দু চ্যাটার্জির (purnendu Chatterjee) মালিকানাধীন টিসিজি লাইফসাইন্সেস। কর্মীদের ১০০ শতাংশ বোনাস দেবার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি নিয়োগ হবে ১৫ শতাংশ কর্মী।
সংস্থাটি কলকাতা ও হায়দরাবাদের অফিসের সমস্ত কর্মীকেই ১০০ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গবেষণার ক্ষেত্রে এই বছর কর্মী সংখ্যা আরও ১৫ শতাংশ বা়ড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। পাশাপাশি মানা হচ্ছে সমস্ত স্বাস্থ্যবিধি। সুরক্ষার কথা মাথায় রেখে ৩ শিফটে কাজ চলছে। কর্মীদের বাড়ি থেকে নিয়ে আসছে অফিসের গাড়ি।
এর আগে, কর্মীদের মনোবাল বাড়াতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, সেলসের কর্মীদের জন্য হসপিটালাইজেশন এবং বীমার ব্যবস্থা। তার সঙ্গে পার্টনার স্টোরগুলিতে সম্পূর্ণরূপে স্যানিটাইজেশনও করেছে।
সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে, এই সংকটজনক পরিস্থিতিতে পার্টনার স্টোরগুলিতে প্রয়োজন পড়লেই নগদের ব্যবস্থা করবে খোদ Asian Paints। পাশাপাশিই কনট্র্যাক্টরদের অ্যাকাউন্টে ৪০ কোটি টাকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে এই রং প্রস্তুতকারী সংস্থা