মাঝরাতে ফ্রিজ থেকে লুকিয়ে খাবার খেতে গিয়ে ধরা পড়লেন শুভশ্রী, ভাইরাল হল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই এসেছে রাজ(raj chakraborty) ও শুভশ্রীর (subhashree ganguly) সন্তান আগমনের খবর। সেই খবর নিয়েই টলিপাড়া সরগরম রয়েছে এখন। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক রাজ চক্রবর্তী।
নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে দুটি ছবি শেয়ার করে এই খবর জানান শুভশ্রী ও রাজ। দুজনের পরনেই কালো টিশার্ট। রাজের শার্টে লেখা, ‘হবু বাবা’ ও অভিনেত্রীর শার্টে লেখা ‘মা হতে চলেছেন’।
অন্তঃসত্ত্বা হওয়া মানেই বাধাহীন ভাবে মনের মতো খাবার খাওয়া। এই সময় কেউ বকাঝকা করবে না। নেই ডায়েটের বালাইও। তাই এই সময়টা চুটিয়ে উপভোগ করতে চান শুভশ্রী। আর সেটাই করছেন তিনি। অন্তত তাঁর সাম্প্রতিক ছবি থেকে সেটাই বোঝা যাচ্ছে স্পষ্ট।

https://www.instagram.com/p/CAUbNO5pKY9/?igshid=vgvs1uuuspnb

 

ছবিতে দেখা যাচ্ছে ফ্রিজের সামনে দাঁড়িয়ে মন ভরে চকলেট খাচ্ছেন শুভশ্রী। আবার ধরা পড়ে গিয়ে তাঁর মুখে দেখা গিয়েছে মিষ্টি হাসি। আবার কখনও দেওয়ালে হেলান দিয়ে পাউট করে ফটোও তুলেছেন অভিনেত্রী। এই সব ছবিই নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন শুভশ্রী। ক‍্যাপশনে লিখেছেন, ‘প্রেগনেন্সি মানে নয় মাসই চিট ডে’।
পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। কমেন্ট বক্সে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ঐন্দ্রিলা, অনিন্দিতা, অদ্রিজা, শ্রাবন্তী সহ শুভশ্রীর সহকর্মীরা। ৪০ হাজারের ওপ‍র লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।

https://www.instagram.com/p/CBNJd-qgXuH/?igshid=pmwzc1oytrrg

সম্প্রতি প্রকাশ‍্যে আসে শুভশ্রীর বেবি বাম্পের ছবি। এদিন অভিনেত্রীর পরনে ছিল ট্র‍্যাডিশনাল দক্ষিণ ভারতীয় শাড়ি ও সঙ্গে মানানসই লাল ব্লাউজ। পাশে সাদা পাঞ্জাবিতে রাজকেও লাগছিল বেশ। ছবির ক‍্যাপশনে পরিচালক লেখেন, ‘তোমার বাইরের ও অভ‍্যন্তরের সৌন্দর্য আমায় প্রতিবার মুগ্ধ করে। মনে হয় আমি ক্লাউড নাইনে আছি।’

https://www.instagram.com/p/CA4MKNRJTQp/?igshid=hfxri7iwwhk2

এর আগে আমফান ঝড়ে মানুষের দুর্দশা দেখে হতাশায় ভরা একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। গর্ভজাত সন্তানের জন‍্য লেখা একটি বার্তা অনুরাগীদের জন‍্যও পড়ে শোনান তিনি। কেরলে গর্ভবতী হাতি মৃত‍্যুর ঘটনা নিয়েও ক্ষোভ উগরে দেন শুভশ্রী।

সম্পর্কিত খবর

X