মৃত্যু-মিছিল অব্যাহত পশ্চিমবঙ্গে, 24 ঘন্টায় 372 জনের শরীরে মিললো করোনা ভাইরাস

 

বাংলা হান্ট ডেস্ক : চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

   

এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে গত ৮ ই জুন থেকে রাজ্যজুড়ে লকডাউন শিথিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

IMG 20200609 215029

লকডাউন যতই শিথিল হচ্ছে ততই রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। রাজ্যে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 372 জন। ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 হাজার 985 জন। এছাড়াও গত 24 ঘন্টার মধ্যে করনা ভাইরাসের থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন 10 জন মানুষ। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 415 জন।বর্তমানে রাজ্যের করোনা সক্রিয় রোগীর হলো সংখ্যা হল 4 হাজার 950 জন। গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 155 জন।ফলে রাজ্য সুস্থরপরিমাণ 3600 টাকা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর