বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতন চিকেন শামী কাবাব,দেখে নিন রেসিপি

বাংলা হান্ট ডেস্ক

উপকরণ
ছোলারডাল-১০চা চামচ দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
বোনলেস চিকেন-৩০০গ্ৰাম
আদাকুচি-২চা চামচ
রসুনকুচি-১চা চামচ
নুন-স্বাদমত
হলুদগুঁড়ো-১ চা চামচ
লঙ্কাগুঁড়ো-১চা চামচ
গোটা শুকনোলঙ্কা-১টি
গরমমশলারগুঁড়ো-১চা চামচ
দারচিনি-ছোট এলাচ-১/২চা চামচ
কাঁচালঙ্কাকুচি-২চা চামচ
ধনেপাতাকুচি-৪চা চামচ
পেঁয়াজ-১টি মিহি করে কুচি
তেল-৮চা চামচ
ডিম-১টি

IMG 20200609 WA0026

প্রস্তুত প্রনালী

কুকারে ভেজানো ছোলারডাল,নুন,চিকেন,আদাকুচি,রসুনকুচি,হলুদগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,গরমমশলারগুঁড়ো,দারচিনি,ছোট এলাচ,গোটা শুকনোলঙ্কা অল্প জল দিয়ে ২ টো সিটি দিতে হবে।

চিকেন,ছোলারডাল,আদাকুচি,রসুন কুচি পেস্ট করতে হবে।

ডিম ফেটিয়ে নিতে হবে।চিকেন পেস্ট এর সাথে কাঁচালঙ্কাকুচি,ধনেপাতাকুচি, পেঁয়াজকুচি ভালোকরে মাখতে হবে।একটু ডিম দিয়ে মাখতে হবে।

এবার মাখাটা থেকে কাবাব গড়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে প‍্যানে অল্প তেল দিয়ে দুই পিঠ ভালোকরে ভেজে নিতে হবে।

গরম গরম পরিবেশন করুন।


Udayan Biswas

সম্পর্কিত খবর