বাংলাহান্ট ডেস্কঃ গত তিন দশকের সবচেয়ে বড় পঙ্গপালের (locusts) আক্রমণ হয়েছে ভারতে । রাজস্থান, পঞ্জাব , হরিয়ানা , উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের একাধিক গ্রামে ও শহরে ঢুকে পড়েছে পঙ্গপালের দল। হানা দিয়েছে ফসলের জমিতে। পতঙ্গবিদদের ধারনা, ভারতে ৮ হাজার কোটি নতুন পঙ্গপাল জন্ম নেবে।
এই অবস্থায় ক্ষেতের ফসল নষ্ট করার জন্য এক অভিনব পন্থায় পঙ্গপালকে শাস্তি দিলেন এক ব্যক্তি। পঙ্গপালের জন্য তিনি তৈরি করে ফেললেন ছোট একটি হাল। তারপর সেই হাল পঙ্গপালের কাঁধে জুড়েই নামিয়ে দিয়েছেন ক্ষেতে। ভিডিও টি তুমুল ভাইরাল নেট দুনিয়ায়। সকলেই আবিষ্কর্তার সৃষ্টিশীলতাকে প্রশংসা করছেন।
এর আগে, পঙ্গপাল থেকে ফসল রক্ষা করতে এরোপ্লেন আবিষ্কার কৃষকের। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই এরোপ্লেনের ভিডিও ভাইরাল হয়েছিল। কৃষকের বুদ্ধিকে ধন্য ধন্য করেছেন নেটাগরিকেরা।
একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে যাতে এক কৃষক পঙ্গপালের ঝাঁক থেকে ক্ষেতকে সুরক্ষিত রাখতে বানিয়েছেন এরোপ্লেন। যেটি ফ্যান ব্লেড, একটি প্লাস্টিকের বোতল, একটি ক্যান এবং একটি কার্ডবোর্ডের লেজ দিয়ে তৈরি। এরোপ্লেনটি উড়তে না পারলেও তীব্র আওয়াজ করে যা পঙ্গপালকে ক্ষেত থেকে দূরে রাখার জন্য যথেষ্ট ।
https://youtu.be/Sz08Ntv6M78
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। ভাইরাল ছবি ভিডিওতে শুধু মানুষ নয় রাতারাতি ভাইরাল (viral) হয়ে যায় বন্যপ্রাণীরাও।