বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ এড়াতে ডাক্তার, বিশেষজ্ঞরা বারবার বলেছেন মাস্ক, স্যানিটাইজার ((sanitizer) ব্যবাহার করতে। এগুলি ব্যবহারে এড়ানো যেতে পারে মারণ ভাইরাস করোনাকে। এ অবস্থায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলা হাজরত দরগার তরফে এধরনের স্যানিটাইজার বয়কটের আহ্বান জানিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বরেলির দরগা আলা হজরত-এর মাওলানা তাঁর অনুগামী ও দেশের সব মসজিদের প্রধানকে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার না করার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে দরগা আলা হজরতের সুন্নি মার্কেজ দারুল ইফতার মুফতি নাস্তার ফারুকি বলেন, ‘ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ৷ তাই মুসলিমদের অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয়৷ মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা হলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে৷
ঈশ্বরের বাসস্থান অপবিত্র করতে পারেন না৷ একটি অপবিত্র স্থানে নমাজ পড়া যায় না৷ জেনেশুনে একটি মসজিদকে অপবিত্র করা মানে পাপ করা৷ আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ওই স্যানিটাইজার বর্জন করুন৷’ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের বদলে তিনি মসজিদ চত্বরে সাবান, ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু দিয়ে ভালো করে হাত ধোয়ার বিষয়টি তুলে ধরেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সরকারের তরফে গত ৮ জুন থেকে ধর্মীয় স্থানগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, মথুরা-বৃন্দাবনের একাধিক মন্দির বন্ধ রাখতে চায় মন্দির কর্তৃপক্ষ। স্বচ্ছতা, সামাজিক দূরত্ব মেনে চললেও অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহারে নিমরাজি তারা। তাই মন্দির বন্ধ রাখার পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষ্ণভূমে। অন্য সব নির্দেশ মানতে রাজি হলেও ধর্মীয় স্থানে অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আপত্তি রয়েছে তাদের। তাই মন্দির বন্ধই রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা৷ এবার সেই উত্তরপ্রদেশের মসজিদেও এই ধরনের স্যানিটাইজার ব্যবহারে আপত্তি জানানো হল।