বাংলাহান্ট ডেস্কঃ আবার এক বড়সড় জালিয়াতির ঘটনা ধরা পড়ল পুলিশের হাতে। উদ্ধার হল প্রায় ৮৭ কোটি টাকার দেশ ও বিদেশি টাকার জাল নোট। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে (Pune)। ঘটনায় শেখ আলিম গুলাব খান নামে এক সেনা জওয়ান সহ ৬ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
Six persons, including one serving military personnel detained in possession of multiple denominations of fake Indian and foreign currency. Counting of currency & further investigation underway: Crime Branch, Pune #Maharashtra pic.twitter.com/KamjyHelV3
— ANI (@ANI) June 10, 2020
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তারা হানা দেয় ডেরায়। সেখান থেকে ২,০০০ টাকা ও ৫০০ টাকার জাল নোটের বিপুল সম্ভার উদ্ধার করে পুলিশ ও মিলিটারি ইনটেলিজেন্স। বাতিল হয়ে যাওয়া ১,০০০ টাকার নোটের বান্ডিলও ছিল তাতে, আর ছিল খেলনা নোট। জাল মার্কিন ডলারও ছিল। ছিল ৩ লাখ টাকা মূল্যের আসল ভারতীয় টাকা ও মার্কিন ডলার। এছাড়া একটি জাল এয়ার গান, কিছু জাল নথি, স্পাই ক্যামেরা, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ৬ জনকে আটক করে পুলিশ, তারপর তাদের গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য তল্লাশি শুরু হয়েছে।
Maharashtra: All six accused including an army personnel arrested by Pune Police in fake currency racket yesterday sent to police custody till 15 June, by a Pune Court today. Fake Indian and foreign currency worth Rs 87 crores recovered from them.
— ANI (@ANI) June 11, 2020
অভিযুক্তদের মধ্যে সেনার ল্যান্স নায়েক শেখ আলিম গুলাব খান ছাড়াও রয়েছে সুনীল সারদা, রীতেশ রত্নাকর, তুহাউল আহমেদ ইসাক খান, আবদুল গনি খান ও আবদুল রহমান। শেখ আলিম ৮ বছর ধরে পুনেয় রয়েছে, মনে করা হচ্ছে, সেই এই চক্রের পাণ্ডা।
জাল নোটের মধ্যে ছোটদের চিলড্রেনস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র খেলনা টাকাও ছিল। স্থানীয় বিমান নগরের একটি বাংলোয় গতকাল বিকেলে অভিযান চালায় গোয়েন্দা বাহিনী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারেন্সি লেনদেনের সময় এই চক্র আসল নোটের বদলে জাল নোট হাতবদল করত। কিছু আসল, কিছু ভাল মানের জাল নোট ও কিছু বাচ্চাদের খেলনা নোট পাচার করত তারা।
পুনের ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ বচ্চন সিং বলেছেন- দু’দিন আগে আমরা মিলিটারি ইন্টেলিজেন্স থেকে জাল মুদ্রা গ্যাংয়ের তথ্য পেয়েছি। এর পরে, যৌথ অভিযান চালিয়ে আমরা নগরীর বিমান চলাচলকারী একটি ফ্ল্যাট থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছি।