অদ্ভুত কান্ড: ৩০০ টাকার লোশনের অর্ডার দিয়ে ১৯ হাজার টাকার হেডফোন পেলেন পুনের যুবক

বাংলাহান্ট ডেস্কঃ বেশীর ভাগ সময়ে শোনা গেছে অনলাইনে শপিং করে অনেকেই প্রায় ঠকেছেন। কিন্তু এবার অন্য ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া (Social media)। অনলাইনে স্কিন লোশন অর্ডার করেছিলেন পুণের বাসিন্দা গৌতম। তবে ৩০০ টাকার লোশনের বদলে তাঁর বাড়িতে অ্যামাজনের (Amazon) তরফে ডেলিভারি এসেছে বোস-এর ওয়্যারলেস হেডফোন। দাম ১৯ হাজার টাকা। অ্যামাজনের তরফে গৌতমকে জানানো হয়েছে যেহেতু ওই আইটেম রিটার্ন হবে না তাই তিনি যেন হেডফোনটি রেখে দেন। আর স্কিন লোশনের ৩০০ টাকাও রিফান্ড করে দেওয়া হবে।

https://twitter.com/gautamrege/status/1270581226311577601

অনলাইনে শপিং করে এ যাবৎ ঠকেছেন অনেকেই। ফোন অর্ডার করে বাড়িতে এসেছে বাক্স ভর্তি পাথর। কারও আবার কপালে জুটেছে খালি বাক্স। অনলাইন শপিংয়ে টাকাপয়সার লেনদেন করতো গিয়ে প্রতারিত হয়ে টাকাও খুইয়েছেন কেউ কেউ। তবে পুণের গৌতমের অভিজ্ঞতা একেবারেই উল্টো।

https://twitter.com/minalroz/status/1270628231415136256

টুইটারে গোটা ব্যাপারটা শেয়ার করেছেন ওই যুবক। মুহূর্তেই ট্রেন্ডিং হয়েছে গৌতমের টুইট। কমেন্ট থ্রেডে প্রায় সকলেই জানতে চেয়েছেন তাঁদের ভাগ্য কেন গৌতমের মত নয়। কেউ বা জিজ্ঞেস করেছেন ওই একই লোশনের কোম্পানির নাম।

তাহলে তাড়াতাড়ি অর্ডার করবেন যদি ভাগ্যে শিঁকে ছেঁড়ে সেই আশায়। অনেকে আবার বলেছেন অ্যামাজনে ওই স্কিন লোশনের স্টক শেষ হল বলে।

অনেকে অবশ্য বলেছেন হয়তো এটা কোনও মার্কেটিং স্ট্র্যাটেজি। সেটা দেখে আবার একদল টুইটারিয়ানের মত এবার যেন তাঁদের নাম বেছে নেওয়া হয়। কীসের বদলে কী নিতে চান তার তালিকাও দিয়েছেন তাঁরা।

 

সম্পর্কিত খবর