বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আরও একবার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং প্রসাশকদের সাথে বৈঠক করতে চলেছেন। শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ জুন করোনার কারণে উৎপন্ন হওয়া সমস্যা, আনলক-১ নিয়ে চর্চা করবেন।
আরও পড়ুনঃ গড়ে উঠবে আত্মনির্ভর বাংলা, পূর্ব ভারতকে নেতৃত্ব দেবে পশ্চিমবঙ্গঃ প্রধানমন্ত্রী মোদী
১৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ রাজ্যে আর কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং প্রসাশকদের সাথে বৈঠক করবেন। পাঞ্জাব, অসম, কেরল, উত্তরাখণ্ড ঝাড়খণ্ড, ছত্তিসগড়, ত্রিপুরা, গোয়া, মনিপুরন, নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম, অরুণাচল প্রধেশ, চণ্ডীগড়, পুদুচেরি, লাদাখ, দাদর এবং নগর হাভেলি, আন্দামান নিকোবর, দমন এন্ড দিয় এবং লাক্ষাদ্বীপ এর মুখ্যমন্ত্রী এবং প্রশাসনদের সাথে তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈঠক করবেন।
PM will interact with CMs of 21 states/UT on June 16 – Punjab, Assam, Kerala, U'khand, J'khand, Chhattisgarh, Tripura, Himachal, Chandigarh, Goa, Manipur, Nagaland, Ladakh, Puducherry, Arunachal, Meghalaya, Mizoram, A&N Islands, Dadar Nagar Haveli & Dama Diu, Sikkim & Lakshadweep https://t.co/sUTpQJSOTe
— ANI (@ANI) June 12, 2020
এবং ১৭ই জুন প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্র প্রদেশ, হরিয়ানা, জম্মু কাশ্মীরে, তেলেঙ্গানা, উড়িষ্যার মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করতে চলেছেন।