২১৮ বছর পর মার্কিন সামরিক অ্যাকাডেমি থেকে প্রথম স্নাতক শিখ লেফটেন্যান্ট হয়ে ইতিহাস গড়লেন ভারতীয় কন্যা আনমল

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ ইতিহাস গড়ল এক এক ভারতীয় কন্যা (Indian girl)। ভারতীয় বংশোদ্ভূত আনমল নারং (Anmol Narang) মার্কিন মিলিটারি একাডেমি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন। পশ্চিম পয়েন্টে আমেরিকান মিলিটারি একাডেমি থেকে প্রথম শিখ মহিলা হিসাবে স্নাতক ডিগ্রি অর্জন করে স্বপ্ন সফল করলেন আনমল।

আনমলের এই সাফল্য লাভের পর এক আধিকারিক জানায়, আনমল ওকলাহোমাতে বেসিক অফিসার নেতৃত্বের একটি কোর্স সম্পন্ন করার পর জানুয়ারিতে জাপানের ওকিনায়ায় প্রথম মোতায়েনের জন্য যাবে।

আনমলের সাফল্য
আমেরিকার জর্জিয়ার রোজওয়েলে জন্ম এবং বেড়ে ওঠা আনমল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হয়ে ওয়েস্ট পয়েন্টে ডিগ্রি অর্জনের উদ্যেশ্যে ভর্তি হন। গত ১৩ ই জুন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে তিনি স্নাতকের গন্ডি অতিক্রম করেন। ডিগ্রি অর্জনের পর উচ্ছ্বসিত আনমল জানান, ‘ওয়েস্ট পয়েন্ট থেকে স্নাতক হওয়ার স্বপ্ন পূরণে আমি খুবই আনন্দিত। এটা আমার জন্য অত্যন্ত এক গর্বের বিষয়। জর্জিয়াতে আমার পরিবার থেকে প্রাপ্য সম্মান এবং সমর্থনের জেরেই আজ আমি এই জায়গাতে আসতে পেরেছি। আজ এই সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আমি শিখ আমেরিকানদের দেখাতে চাই, কোন ক্যারিয়ারই অসম্ভব নয়’।

ইতিহাস সৃষ্টি করল আনমল
আমেরিকার ইতিহাসে এটি প্রথমবারের জন্য ঘটছে, যেখানে একজন ভিনদেশী আবার ভারতীয় মহিলা সেনাবাহিনীর এতবড় পদে সম্মান পাচ্ছেন। প্রায় ২১৮ বছর পর এই ঘটনা ঘটেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯২৫ সালের পরে মার্কিন সেনাবাহিনীতে বর্ণবাদ বৃদ্ধি পেয়েছিল। সেনাবাহিনীর অফিসার পদমর্যাদার বেশিরভাগই একটি নির্দিষ্ট সীমার মধ্যে ছিল। এটি প্রথা প্রায় শতাব্দী ধরে চলে আসছে।

দাদুই ছিলেন সেনাবাহিনীর প্রধান অনুপ্রেরণা
আনমলের দাদু সেনাবাহিনীতে থাকার কারণে শৈশব কাল থেকেই তাঁর এই পেশায় যুক্ত হবার স্বপ্ন ছিল। দাদুকে দেখেই অনুপ্রেরণা পেত বলেও জানালেন আনমল। এবং পাশাপাশি আরও জানালেন, মার্কিন সেনাবাহিনীতে ভারতীয়দের সাফল্যে তিনিও অভিভূত হন।

সম্পর্কিত খবর

X