বাংলাহান্ট ডেস্ক: বাহুবলী (baahubali) খ্যাত ‘শিবগামী’ ওরফে রামিয়া কৃষ্ণন (ramya krishnan) ফাঁসলেন পুলিসি জটিলতায়। অভিনেত্রীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০৪ টি মদের বোতল (alcohol)। মামল্লপুরম থেকে চেন্নাই আসার পথে চেঙ্কালপেট চেকপোস্টে অভিনেত্রীর গাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতলগুলি। এরপরেই পুলিসি হেফাজতে নেওয়া হয় তাঁকে।
জানা গিয়েছে, মামল্লপুরম থেকে চেন্নাইয়ে ফিরছিলেন রামিয়া ও তাঁর বোন বিনয়া কৃষ্ণন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর গাড়িচালক। চেঙ্কালপেট চেকপোস্টে আটকানো হয় রামিয়ার গাড়ি। পুলিস চেক শুরু করলে গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় ১০৪ টি মদের বোতল যার মধ্যে ৯৬ টি বিয়ার ও ৮ টি ওয়াইনের বোতল।
এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে আটক করে পুলিস। তবে জানা গিয়েছে কিছুক্ষণ পরেই জামিনে ছাড়া পেয়ে যান তিনি। তাঁর গাড়িচালককেও নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিস। কিন্তু নিজ দায়িত্বে তাকেও জামিন দেওয়ান রামিয়া। তবে তাঁর গাড়ি থেকে উদ্ধার হওয়া মদের বোতলগুলি সম্পর্কে অভিনেত্রী অবগত কিনা তা জানা যায়নি।
প্রসঙ্গত, দীর্ঘ ৪৩ দিনের লকডাউনের পরে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (TASMAC) এর আউটলেটগুলিতে মদের বিক্রি ফের চালু হয়েছে। তবে চেন্নাইতে এখনও শুরু হয়নি মদের বিক্রি।
রিপোর্ট অনুযায়ী, মানুষ চেন্নাইয়ের বাইরে থেকে কিনে নিয়ে আসছে মদ। এই কারনে চেকপোস্ট গুলিতে বাড়ানো হয়েছে পুলিসি নিরাপত্তা। এই সময় এমন একটা ঘটনা স্বাভাবিক ভাবেই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।