জম্মু ও কাশ্মীরের চিত্র এতটাই বদলে যাবে যে POK এর লোকেরাও এখানেই থাকতে চাইবে: রাজনাথ সিং

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের গণ সংলাপ সমাবেশকে সম্বোধন করেছেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে বরাবরই সুর চড়িয়েছেন। এবার আরও একধাপ এগিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, শীঘ্রই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পাক-অধিকৃত কাশ্মীরের অন্দর থেকেই আওয়াজ উঠবে।

রবিবার ‘জম্মু ও কাশ্মীর জনসংবাদ র‌্যালি’-তে দিল্লি থেকে ভাষণ দেন নরেন্দ্র মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেখানে তিনি দাবি করেন, মোদীর নেতৃত্বে নয়া উচ্চতায় পৌঁছাবে জম্মু ও কাশ্মীর। পাশাপাশি পাক-অধিকৃত কাশ্মীরে নিয়ে ইসলামাবাদের উপর চাপ বাড়াতে কিছুটা নয়া কৌশল নেন বর্ষীয়ান নেতা। তিনি বলেন, ‘একটু অপেক্ষা করুন, শীঘ্রই পাক-অধিকৃত কাশ্মীরের মানুষরা ভারতের সঙ্গে থাকার দাবি জানাবেন এবং পাকিস্তানের অধীনে থাকবে না। আর যেদিন সেটা হবে, সেদিন আমাদের সংসদের লক্ষ্য পূরণ হবে।’

871734 rajnath singh

এর আগে, আর্টিকেল ৩ সহ অন্যান্য দেশের সমর্থন সবসময় আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের সাথে ছিল, তবে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমরা এই ইস্যুতে মুসলিম দেশগুলির সমর্থন পেয়েছি। এর আগে কাশ্মীরে পাকিস্তান ও আইএসআইএসের পতাকা দেখা যেত। তবে এখন আমরা কাশ্মীরকে আমাদেরই একটা অংশ বলি। জম্মু ও লাদাখ অভিযোগ করেছিলেন যে, কাশ্মীর অগ্রাধিকার পায় তবে এখন আবহাওয়ার পরিবর্তন হয়েছে। জম্মু ও কাশ্মীরের ভাগ্য এবং চিত্র পরিবর্তনের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন যে, আগামী দিনে জম্মু ও কাশ্মীরের চিত্র এতটাই বদলে যাবে যে পিওকেও লোকেরা ভাববে যে আমরা ভারতে থাকলে আমাদের দিনগুলি বদলে যেত। আগামী দিনে পিওকের লোকেরাও ভারতের অংশ হতে চাইবে বলে আশা রাখি। আমাদের সরকার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শক্তিশালী করেছে। আমাদের সরকার ছয় বছরে প্রচুর বেসিক কাজ করেছে। স্বাধীনতার ৭০ বছর পরেও প্রায় ১৮৫০০ জন গ্রামবাসী বিদ্যুৎবিহীন জীবনযাপন করেছিলেন। কিন্তু আমরা কয়েক মাসের মধ্যে সমস্ত বাড়িতে বিদ্যুৎ এনেছি। কেউ ভাবতেও পারেনি যে দেশের সকল নাগরিকের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হবে, তবে আমাদের সরকার এটি সম্ভব করেছে। আমাদের সংকল্প যে ২০২২ সালের মধ্যে আমরা কৃষকদের আয় দ্বিগুণ করব। একটি দেশে বাজার হওয়া উচিত। কৃষকরা যে কোনও জায়গায় তাদের পণ্য বিক্রি করতে পারেন।

ভারত-চীন সীমান্ত বিরোধের বিষয়ে রাজনাথ সিং বলেছেন যে আমি এই বিষয়ে বিরোধী দলগুলির অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাই। প্রত্যেকে সীমান্তে কী চলছে তা জানতে চায়।

সম্পর্কিত খবর