বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে বর্ষা (monsoon)। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও শুরু হয়েছে। এবার দেশের বিস্তীর্ণ অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ( weather office) । পাশাপাশি জারি হয়েছে লাল সতর্কতাও (red alert)।
তেলেঙ্গানা, কর্ণাটক ও গোয়ায় অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, ওড়িশা, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। বাংলার বিভিন্ন প্রান্তেও আজ ভারী বর্ষন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ বাংলাসহ, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলী, পুরুলিয়া, হাওড়া বাকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাকুড়ায় আগামী ৫ দিন থাকবে বর্ষার আমেজ।
গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
শহরের আকশে সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই। জারী থাকবেও বেশ কিছু দিন। তবে আজ রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুতসহ ঝড়ের সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।