বাংলাহান্ট ডেস্কঃ বাতাসে আর্দ্রতার পরিমান যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। এরই মধ্যে আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ১০ দিনে কলকাতায় ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণের কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত ছাড়াতে পারে ১৫০ মিলিমিটার পর্যন্ত।
উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ বাংলাসহ, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলী, পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে জমিয়ে বর্ষন হবে।
আজ শহর কলকাতার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস; স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮৩ শতাংশ।
পাশাপাশি, তেলেঙ্গানা, কর্ণাটক ও গোয়ায় অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, ওড়িশা, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। বাংলার বিভিন্ন প্রান্তেও আজ ভারী বর্ষন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মৌসম ভবন জানিয়েছে, বাংলায় বর্ষা প্রবেশের সাথে সাথেই মিজোরাম, অসম, ত্রিপুরা ও মণিপুরের একাংশে ঢুকেছে। মধ্য-আরব সাগর, গোয়া, কোঙ্কন, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, রায়লসিমা, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্বের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মোসুমী বায়ুপ্রবেশ করবে। ফলে দক্ষিণের পাঁচ রাজ্য প্রবল বৃষ্টিতে ভাসার সম্ভাবনা রয়েছে।