বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Kashmir) ভারতীয় সেনা (Indian Army) জওয়ানরা বড়সড় সফলতা অর্জন করল। শোপিয়ানের তুর্কওয়াঙ্গম এলাকায় চলা এনকাউন্টারে সেনা তিন জঙ্গিকে খতম করে। এখনো সার্চ অপারেশন চালাচ্ছে সেনা।
Jammu and Kashmir: Three unidentified terrorists eliminated in an encounter that broke out at Turkwangam area of Shopian, today. Search operation underway. (Visual deferred by unspecified time) pic.twitter.com/WQG8tDeYSj
— ANI (@ANI) June 16, 2020
ডোডা আর কিশতবার জেলায় এখনো চারজন জঙ্গি সক্রিয় আছে। এর মধ্যে একজন জঙ্গি ডোডা জেলায় আর তিনজন কিশতবারে সক্রিয়। ডোডা জেলায় জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং ডোডা জেলার সফরে গিয়ে এই কথা জানান।
আরেকদিকে, সোমবার জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান যে, ডোডা আর কিশতবারে এখনো চার জঙ্গি সক্রিয় আছে। এদের মধ্যে একজন ডোডা আর তিনজন কিশতবারে জঙ্গি গতিবিধি চালাচ্ছে।
ডিজিপি বলেন, এই বছর কাশ্মীরে এপ্রিল মাসে সেনা দ্বারা জঙ্গিদের ধরপাকড় অভিযান শুরু করা হয়। আর এই জন্য ১১ টি অপারেশন চালানো হয়। এই অপারেশনে ৩০ জন জঙ্গি খতম হয়েছে। এছাড়াও মে আর জুন মাসের প্রথম দুই সপ্তাহে ২৭ জঙ্গিকে ভারতীয় সেনার জওয়ানরা খতম করে। আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে।