বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যেই ঘটল এবার চরম অমানবিক ঘটনা। করোনায় মৃত সন্দেহ করে পুলিশের উপস্থিতিতেই আবর্জনার গাড়িতে (Garbage truck) তোলা হল এক ব্যাক্তির মরদেহ। ঘটনার ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। মানবিকতা আজ কোথাও? উঠছে সেই প্রশ্নও।
প্রশ্নের মুখে পড়েন যোগী সরকার
সম্প্রতি উত্তরপ্রদেশের বলরামপুরে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় এক ব্যক্তি রাস্তায় মারা যাওয়ার পর তাঁর করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু আশেপাশের লোকজন তাঁর মরদেহ ধরতে অস্বীকার করে। এমনকি অ্যাম্বুলেন্স থাকতেও পুলিশের সামনে দিয়েই দুই ব্যক্তি ওই মৃত ব্যক্তির লাশটিকে টেনে তুলছে এক আবর্জনার গাড়িতে। এই ভিডি ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়তে হয় উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথকে।
জারী করা হয় নোটিশ
জাতীয় মানবাধিকার কমিশন এই ভিডিও দেখা মাত্রই এক নোটিশ জারী করে। এই ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে, ১৫ ই জুনের মধ্যে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। বলরামপুর পৌর কর্পোরেশনের সভাপতি এবং উত্তরপ্রদেশ পুলিশের মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে বলা হয়েছে, উত্তর প্রদেশ সরকারের মুখ্য সচিব সমস্ত জেলা এবং পৌর কর্পোরেশনগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা জারী করবে। একটি চিঠি লিখতে ভাবে জানাতে হবে, রাস্তায় যদি কোন ব্যক্তির চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সেই বিষয়কে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং মৃত ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই কর্মীদের পিপিই কিট ব্যবহার করে সঠিকভাবে ময়নাতদন্তে পাঠাতে হবে।
ঘটনার বিবরণ
সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মহম্মদ আনোয়ার। বয়স ৪৫ বছর। বলরামপুর জেলার উতরেলা তহসিলের দরজার বাইরে হঠাৎই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তারপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। ঘটনাস্থলে মেডিক্যাল টিম উপস্থিত হয়ে ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। করোনা সংক্রমণের ভয়ে এমনকি আশপাশ থেকে একজনও এগিয়ে আসে নি। ওই স্থানে অ্যাম্বুলেন্স থাকলেও পুলিশ সেখানে তুলতে ভয় পায়। শেষে পুলিশের উপস্থিতিতেই ওই ব্যক্তির মৃতদেহ টেনে হিঁচড়ে তোলা হয় আবর্জনার গাড়িতে।