‘ফিল্ম ইন্ডাস্ট্রি ওর বাবার সম্পত্তি নাকি?’ কঙ্গনার সমর্থনে করণ জোহরকে তীব্র আক্রমণ ববিতা ফোগাটের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর কেটে গিয়েছে একটা গোটা দিন। কিন্তু তাঁর মৃত‍্যু নিয়ে চর্চা এখনও অব‍্যাহত রয়েছে। নানা মুনি নানা মত পেশ করছেন এই প্রসঙ্গে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) আগেই বলিউড ইন্ডাস্ট্রিকে তোপ দেগেছেন সুশান্তের মৃত‍্যু প্রসঙ্গে। ক্ষুব্ধ কঙ্গনা বলিউড ইন্ডাস্ট্রির কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, সুশান্তের মৃত‍্যু আদৌ আত্মহত‍্যা ছিল নাকি পরিকল্পিত হত‍্যা?
এবার কঙ্গনার সুরে সুর মেলালেন প্রখ‍্যাত কুস্তিগীর ববিতা ফোগাট (babita phogat)। কঙ্গনাকে সমর্থন করে পরিচালক করণ জোহরকে একহাত নিয়েছেন তিনি। করণকে তীব্র ভাষায় আক্রমণ করে ববিতা টুইট করেছেন, ‘করণ জোহর কে? ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি নোংরামো করছেন উনি? ওনার পৈতৃক সম্পত্তি নাকি? ফিল্ম ইন্ডাস্ট্রি ওনাকে সমুচিত জবাব দেয় না কেন? এক আমাদের শেরনি বোন কঙ্গনা রানাওয়াত ওনাকে উচিত জবাব দেন। এই দলের সব ছবি বয়কট করা উচিত।’

ববিতার টুইটটি ইতিমধ‍্যেই ভাইরাল হতে শুরু করেছে। নেটিজেনও সমর্থন করছে ববিতার বক্তব‍্যকে। সুশান্তের মৃত‍্যুর পরেই তোলপাড় শুরু হয় বিভিন্ন মহলে। অনেকেই প্রশ্ন তোলেন, এটা আত্মহত‍্যা নাকি পরিকল্পিত খুন?

একই দাবি করেছেন কঙ্গনাও। ইনস্টাগ্রামে প্রায় ২ মিনিটের একটি ভিডিওবার্তায় বলি ইন্ডাস্ট্রিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। কঙ্গনার কথায়, “সুশান্তের মৃত‍্যু আমাদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। কিন্তু কিছু মানুষ এমন কথা ছড়াচ্ছে যে যাদের মন দুর্বল তারাই আত্মহত‍্যা করে। সুশান্ত সারা ভারতের মধ‍্যে র‍্যাঙ্ক করেছিল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায়। তিনি মনের দিক দিয়ে দুর্বল কিকরে হতে পারেন?”
অভিনেতার শেষের দিকের সোশ‍্যাল মিডিয়া প্রসঙ্গ তুলে কঙ্গনা বলেছেন, সুশান্ত পরিস্কার ভাবে বারবার অনুরোধ করেছেন তাঁর ছবি দেখতে, নাহলে তাঁকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে। তিনি সাক্ষাৎকারে বলেছেন, ইন্ডাস্ট্রি তাঁকে আপন করে নেয়নি। এসব কি আত্মহত‍্যার পূর্বাভাস নয় বলে প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
তিনি আরও বলেছেন, “যে কাই পো ছের মতো একটা ছবি করেছে, পরপর কেদারনাথ, ধোনি, ছিছোঁড়ের মতো ছবি করেছে সে একবারও স্বীকৃতি পায়নি। অভিষেক ছবির জন‍্যও কোনও অ্যাওয়ার্ড পায়নি। সেখানে গলি বয়ের মতো একটা ফালতু ছবি এত অ্যাওয়ার্ড পায়।”কঙ্গনার অভিযোগ, তিনি যে ছবিগুলি পরিচালনা করেন সেগুলো সুপারহিট হ ওয়া সত্ত্বেও ফ্লপের তকমা দেওয়া হয়। তার ওপর ৬ বার অভিযোগ দায়ের করা হয়েছে।

https://twitter.com/KanganaTeam/status/1272468124118298625?s=19

অভিনেত্রী বলেন, সুশান্তকে অনেকে বলছেন তিনি পাগল, নেশাগ্রস্ত ছিলেন। তারা এখন কঙ্গনাকে ফোন করে বলছেন তাঁর এখন খুব খারাপ সময়, তিনি যেন এমন কোনো পদক্ষেপ না নেন। কঙ্গনার অভিযোগ, তারা তাঁকে উস্কানি দিচ্ছেন আত্মহত‍্যা করতে।
কঙ্গনা আরও বলেছেন, সুশান্তের সবথেকে বড় ভুল ছিল তিনি এই লোকেদের কথায় বিশ্বাস করেছিলেন। নিজের মায়ের কথা ভুলে গিয়েছিলেন তিনি। এবার নিজেদেরই ইতিহাস লিখতে হবে বলে সাফ জানান কঙ্গনা।

সম্পর্কিত খবর

X