বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল করোনার পরিস্থিতি নিয়ে দেশের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) বলার সুযোগ দেওয়া হবেনা বলে সুত্রের খবর। বৈঠকে বক্তাদের নামের তালিকায় রাখা হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নাম। আর এই নিয়ে তৃণমূল বিজেপির তরজা বেড়ে উঠেছে।
নাবান্ন থেকে জানানো হয়েছে যে, ৩৬ জন মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে মাত্র ১৩ জনকেই বলার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু বাকিদের কেন বলার সুযোগ দেওয়া হয়নি সেটার ব্যাপারে কোন উচ্চবাচ্য করেনি কেন্দ্র। ওই বৈঠকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্নাটক, বিহার এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদের বলার সুযোগ দেওয়া হবে ব্রাত্য বাংলা।
আরেকদিকে কেন্দ্রের এমন সিদ্ধান্তের পর ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উপস্থিত থাকবেন কি না সেটা নিয়ে সংশয় বেড়েছে। এমনকি রাজ্যের মুখ্য সচিবের যোগ দেওয়া নিয়েও ধোঁয়াশা। আর এর মধ্যে তৃণমূলের নেতা নেত্রীরা কেন্দ্র সরকারের বিরোধিতায় সরব হয়েছে। একের পর এক ট্যুইট করে কেন্দ্রকে নিশানায় নিচ্ছে মমতা বাহিনী।
কলকাতার প্রাক্তন মেয়র তথা পুর প্রশাসক ফিরহাদ হাকিম ট্যুইট করে লিখেছেন গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। আরেকদিকে, কাকলী ঘোষ দস্তিদার লিখেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এই কারণেই ওনাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না।