বাংলা হান্ট ডেস্ক : ২০২০ সাল যেন মানবজাতির কাছে অভিশাপ ছাড়া আর কিছুই নয়।করোনার দাপটে তছনছ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। ভারতেও এখন দিনের পর দিন বেড়েই চলেছে করোনার পরিমাণ। করোনা নিয়ে ভারতের চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ।
করোনা ভাইরাসের সংক্রমণের দাপটে এবছরের জন্য স্থগিত হয়ে গিয়েছে সবকিছুই। প্রায় আড়াই মাস ধরে দীর্ঘ লকডাউন পর্ব চলার পর আনলক পর্ব শুরু হতেই পশ্চিমবঙ্গের ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার গ্রাফ। সে কারণেই এখনই স্কুলে, কলেজে নিজেদের সন্তানদের পাঠাতে রাজি নয় অভিভাবকরা।
প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার পর ভারতে বাড়তে থাকে করোনা সংক্রমণ। তারপরেই দেশজুড়ে লকডাউন এর নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তারপরেই এর প্রভাব শিক্ষায়।
মাঝপথেই বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সহ একাধিক পরীক্ষা। এবার ফের পিছিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “পরিস্থিতি স্বাভাবিক হলে বেরোবে মাধ্যমিকের ফল। রেজাল্ট বেরোনোর পর কি করবে পড়ুয়ারা! কিভাবে আনতে যাবে মার্কশিট! আর কীভাবেই বা স্কুলে পৌঁছেবে মার্কশিট! সে কথা মাথায় রেখেই এখনই মাধ্যমিকের ফল প্রকাশ করতে নারাজ শিক্ষামন্ত্রী। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করা হবে। সম্ভবত জুলাই মাসে প্রকাশ হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল।