ফাঁকা স্টেডিয়ামে খেলে কোনো লাভ নেই, নতুন পরামর্শ দিলেন শচীন তেন্ডুলকার।

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে বর্তমান ক্রিকেট বিশ্বের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হল এই বছর আইপিএলের ভবিষ্যৎ কি? এছাড়াও ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যতের দিকেও। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগেই জানিয়েছেন করোনার কারণে যদি একান্তই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয় তাহলে সেই উইন্ডোতে আইপিএল করা হতে পারে। প্রয়োজন পড়লে ফাঁকা স্টেডিয়ামেও অনুষ্ঠিত হতে পারে অইপিএল। এমনটাই ইঙ্গিত দিয়ে রেখেছেন সৌরভ গাঙ্গুলী। তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

ইতিমধ্যেই আইপিএল এর বিজ্ঞাপন সংস্থা এবং সম্প্রচারক সংস্থা গুলির সাথে চুক্তি করে ফেলেছে বিসিসিআই। তাদের সঙ্গে ইতিমধ্যে বিরাট অঙ্কের আর্থিক চুক্তি হয়ে যাওয়ার ফলে সেইসব চুক্তি বাতিল করার কোন সম্ভাবনাই নেই। আর সেই কারণে যদি শেষ পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত না হয় তাহলে বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে। আর তাই কোনো পরিস্থিতিতেই আইপিএল বাতিল করতে রাজি নয় বিসিসিআই। বিসিসিআই চাইছে যেনতেন প্রকারে আইপিএল আয়োজন করতে। আর সেই কারণে বিসিসিআই ফাঁকা স্টেডিয়ামেও আইপিএল আয়োজন করতে রাজি।

70494084497335b9d343e8b3fb631af2c59d6b56e09431784f13e4cb8d7256e5502dfe15

এবার এই ব্যাপারে মুখ খুললেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শচীন টেন্ডুলকার জানালেন ফাঁকা স্টেডিয়ামে আইপিএল করে কোন লাভ নেই। এতে ক্রিকেটাররা কোন ভাবেই এনার্জি পাবেন না। ক্রিকেটারদের এনার্জি দিতে এবং আইপিএলের গুণমান ঠিক রাখার জন্য অন্তত 25 শতাংশ দর্শক নিয়ে যাতে আইপিএল করা হয়, তারই পক্ষে সাওয়াল করলেন শচীন টেন্ডুলকার।

Udayan Biswas

সম্পর্কিত খবর