পশ্চিমবঙ্গের ১৬ কোটি বাড়িতে গিয়ে সমীক্ষা করেছেন স্বাস্থ্যকর্মীরা: মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা নিয়ে সারা বিশ্ব তোলপাড়। দিনে দিনে বেড়ে চলেছে এই মারণ ভাইরাসের দাপট। আর পশ্চিমবঙ্গের (West Bengal) স্বাস্থ্যকর্মীরা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালিয়েছেন তা দেশের মধ্যে শ্রেষ্ঠ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আশা ও স্বাস্থ্যকর্মীরা ১৬ কোটি বাড়িতে গিয়ে দরজার কড়া নেড়ে রিপোর্ট জেনে তা আমাদের হাতে তুলে দীয়েছেন।

নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, রাজ্যে কমবেশি তিন কোটি পরিবার আছে। এবার আপানাদের মনে হতে পারে ১৬ কোটি বাড়ি হল কী করে। তাহলে বুঝুন, এক একটা বাড়িতে কতবার করে আমার আশার মেয়েরা, স্বাস্থ্যকর্মীরা গিয়েছেন। সব তথ্য সরকারের কাছে এসেছে তাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, এই হাউস টু হাউস সার্ভে হওয়ার ফলে অনেকের জ্বর, সর্দি, কাশির তথ্য উঠে আসে। তিনি জানান, বাড়ি বাড়ি সার্ভে করেই প্রায় সাড়ে চার হাজার সারি কেস (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, তথা তীব্র শ্বাসকষ্টের উপসর্গ) চিহ্নিত করা গিয়েছে। তারপর তাঁদের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এই কাজটা যে ভাবে বাংলা করেছে তা দেশের মধ্যে শ্রেষ্ঠ।

mamata banerjee 1577383703

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলার জন্য গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছিলেন? সেই কমিটির প্রধান তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে পরামর্শ দিয়েছিলেন, রিপোর্টিং কাঠামোকে ঢেলে সাজতে হবে।

অর্থাৎ পাড়া গাঁয়ে কারও একটু হাঁচি কাশি হলেই যেন তাঁর তথ্য স্বাস্থ্যকর্মীরা সংগ্রহ করে সরকারকে দেন। তাতে চিহ্নিত করার কাজ করতে সুবিধা হবে। তারপর রাজ্য সরকার একটি মোবাইল অ্যাপও তৈরি করেছিল। এদিন মুখ্যমন্ত্রী সেই কথাটিও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আশা ও স্বাস্থ্যকর্মীরাদের তুলনাই হয় না।

সম্পর্কিত খবর