বাংলা হান্ট ডেস্কঃ সোমবার লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ভারতের ১০ জন জওয়ান শহীদ হয়েছেন। ওই সংঘর্ষে চীনেরও ৪৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতের ২০ শহীদ জওয়ানের মধ্যে দুই শহীদ জওয়ান ওড়িশার (Odisha) বাসিন্দা। আর ওড়িশার এই দুই শহীদ জওয়ানের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)।
চীনের সাথে হওয়া এই সংঘর্ষে প্রাণ হারান ওড়িশার কান্ধামাল জেলার বাসিন্দা চন্দ্রকান্ত প্রধান এবং রাইরাংপুরের বাসিন্দা নন্দুরাম সোরেন। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই দুই শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানানোর সাথে সাথে ওনাদের পরিবারকে ২৫ লক্ষ করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।
লাদাখের চীনের সাথে হওয়া এই সংঘর্ষে পশ্চিমবঙ্গের দুই জওয়ানও শহীদ হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার দুই জওয়ানদের প্রতি সমবেদনা জানিয়ে বড়সড় ঘোষণা করেন। তিনি জানান, বাংলার দুই শহীদ জওয়ানদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। বীরভূমের বাসিন্দা রাজেশ ওঁরাও এবং আলিপুরদুয়ারের বাসিন্দা বিপুল রায় চীনের হামলায় শহীদ হয়েছেন।