বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। সম্প্রতি অভিনেত্রী রিয়া সেন (riya sen) প্রকাশ্যে আনলেন নিজের অভিজ্ঞতা। মিডিয়ার উদ্দেশ্যেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
রিয়া বলেন, আগে তাঁর প্রতিটি ছবি মুক্তির আগে নানা রকম ভাবে হেনস্থা করা হত তাঁকে। এর জন্য তিনি মিডিয়ার একাংশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তারা তাঁকে ঘিরে বিতর্ক সৃষ্টির চেষ্টা করত বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে রিয়া বলেন, “সোশ্যাল মিডিয়া আসার আগে পাপারাৎজিও অন্য ভাবে কাজ করত। কোনও এক তারকাকে নিয়ে লিখত তারা। আমি কোনও পার্টিতে গেলে আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হত। কয়েকজন ভালও লিখত। আসল বিষয়টা কেউই লিখত না। মাঝে মাঝে এসব নিয়ে উদ্বেগও হত।”
https://www.instagram.com/p/CBf6Q2XjhXh/?igshid=1xb2927o85noy
https://www.instagram.com/p/CAzlSfBpBjo/?igshid=1on8hdgo6a0kr
সম্প্রতি আয়েশা টাকিয়াও সরব হয়েছেন বলিউডে ‘বুলিং’ করা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, কাজের জায়গায় অনেককেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। নিজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেছেন, এই অবস্থায় মনোবল ভেঙে যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে সকলেরই কিছু না কিছু মৌলিকত্ব আছে।
https://www.instagram.com/p/B_-Irp5pYHH/?igshid=2kd2jlcyiahf
https://www.instagram.com/p/CBSU9RKDdPR/?igshid=1dk7gb4vsnn3f
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে পুনেতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিয়া সেন। পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বাঙালি মতেই বিয়ে সম্পন্ন হয় তাঁর।বিয়ের পর ‘হইচই’-এর একটি ওয়েবসিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে রিয়া সেনকে। সম্প্রতি এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ পতি পত্নি অউর উয়ো।