বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) উপর চীনের (China) আকস্মিক হামলায় ক্ষিপ্ত ভারতবাসী। সীমান্ত এলাকায় ভারতীয় সেনাদের মৃত্যুর খবর পেয়েই চীনা পণ্য বর্জনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকে ভারতের নাগরিক। এবার এই বিক্ষভে সামিল হল অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) অর্থাৎ ভারতের খুচরো ব্যবসায়ী সমিতি। জানাল, বর্জন করতে হবে চীনা পণ্য।
সীমান্ত এলাকায় চীনের কাপুরুষোচিত ঘটনার প্রতিবাদে গোটা ভারতবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবার সরব হয়েছে ভারতের খুচরো ব্যবসায়ী সমিতি। চীনা পণ্য বর্জনের দাবীতে তারা প্রায় ৫০০ টি পণ্যের একটি তালিকা প্রস্তুত করল। যা অবিলম্বেই বর্জন করতে হবে।
CAIT পেশ করল প্রায় ৫০০ টি চীনা পণ্যের তালিকা
বুধবার সীমান্ত এলাকায় চীনা সেনার আকস্মিক হামলায় শহীদ হন ২০ ভারতীয় সেনা। এই ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে জনগণ চীনা পণ্য বর্জনের দাবী জানায়। কোথাও পোড়ানো হয় জিনপিং-এর কুশ পুতুল, তো কোথাও আবার চীনা ইলেকট্রনিক্স দ্রব্য। এবার CAIT প্রায় ৫০০ টি চীনা পণ্যের তালিকা পেশ করল, যা অবিলম্বে বর্জন করার ডাক দিল দেশবাসীর জন্য। পাশাপাশি আরও জানাল, আগামী ২০২১ সালের মধ্যে চীন থেকে আমদানি কৃত পণ্যের পরিমাণ প্রায় প্রায় ১ লক্ষ কোটি টাকা হ্রাস করতে হবে।
পণ্যের তালিকা
নির্বাচিত এই তালিকার মধ্যে থাকছে- জুতো, রান্নাঘরের আইটেম, লাগেজ, খেলনা, কাপড়, বিল্ডার হার্ডওয়্যার, স্টেশনারি, কাগজ, গৃহস্থালী সামগ্রী, আসবাবপত্র, হাত ব্যাগ, খাবার, ঘড়ি, জুয়েলারী, কাপড়, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স, ফ্যাশন পোশাক, সুতা, ফেং শুই আইটেম, দিওয়ালি এবং রঙ খেলার সামগ্রীও।
কমাতে হবে চীনের নির্ভরতা
CAIT-র জাতীয় সভাপতি বিসি ভারতিয়া এবং জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খানদেলওয়াল জানিয়েছেন, ‘এই ধরণের পণ্য সামগ্রী তৈরিতে বিশেষ প্রযুক্তি প্রয়োজন হয় না। সহজেই ভারতে উৎপাদন করা যাবে। এর ফলে চীনের উপর কিছুটা হলেও ভারতের নির্ভরতা কমবে। শুধুমাত্র সে সমস্ত দ্রব্য প্রস্তুতে বেশি প্রযুক্তির প্রয়োজন, তা এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি’।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…