করোনা সংক্রমণের খবর নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলির দাদা, জানালেন আসল সত্য

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের থাবা এবার খোদ বিসিসিআই সভাপতি (BCCI president) সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বাড়িতে। দাদা স্নেহাশিস গাঙ্গুলির (Snehashis Ganguly) স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। স্নেহাশিস গাঙ্গুলির করোনা আক্রান্তের খবর যে পুরোপুরি ভুয়ো তা তিনি নিজেই বললেন।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিসের স্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে খবর। জানা গিয়েছে, স্নেহাশিসও প্রথমে করোনা আক্রান্ত বলে খবর ছড়ায়, তবে সন্ধেয় স্বাস্থ্য দফতর মারফত জানা যায়, তাঁর কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ।

coronavirus vaccine bottles

কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে এঁদের চিকিত্‍সা চলছে বলে জানা গিয়েছে। বর্তমানে এঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর। রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক শুক্রবার জানান যে প্রাক্তন রঞ্জি ক্রিকেটার স্নেহাশিস ও তাঁর পরিবারের বাকি সদস্যদের শনিবার আবার করোনা পরীক্ষা করা হয়েছে।

স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘আমি পুরোপুরি ফিট এবং প্রতিদিন অফিসে যাই। আমার অসুস্থতা নিয়ে যে সমস্ত সংবাদ চলছে তা ভিত্তিহীন। আমি আশা করি যে এই জাতীয় মিথ্যা সংবাদ এখনই শেষ হওয়া দরকার। এর আগেও এমন খবর পাওয়া গিয়েছিল যে সৌরভ গাঙ্গুলির পরিবারের কিছু সদস্য, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি, করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পর্কিত খবর