বাংলা হান্ট ডেস্কঃ চীনের সেনার (People Liberation Army) সাথে কথা বলে চুক্তি অনুযায়ী তাদের পোস্ট হটানোর কথাই বলতে গেছিল ভারতীয় জওয়ানরা (Indian Army)। কিন্তু চীন প্রতারকের মতো তিনগুন সেনা নিয়ে ভারতের উপরে ঝাঁপিয়ে পড়ে। হামলা চালানো হয় পাথর দিয়ে, ভারতের নিরস্ত্র সেনার উপর লোহার রড আর পেরেক লাগানো হাতিয়ার দিয়ে আক্রমণ করে চীন। যদিও তাতেও দমানো যায়নি ভারতের বীর জওয়ানদের। খালি হাতেও যে তাঁরা একজন ১০০ এর উপরে ভারি সেটা দেখিয়ে দিয়েছিল।
দুই পক্ষের সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহীদ হয়েছেন। আর চীনের ৪৩ জন জওয়ান মারা গেছে। যদিও চীন তাদের জওয়ানদের মৃত্যু নিয়ে মুখ খোলেনি। আর এটাই প্রথম না, এর আগেও ভারত চীন যুদ্ধে তাদের মৃত জওয়ানদের সংখ্যা নিয়ে সঠিক তথ্য দিয়েছিল না চীন। দুই পক্ষের সংঘর্ষের পর চীনের এক কর্নেলকে টেনে হিঁচড়ে ভারতীয় সীমায় এনে বন্দি করে রেখেছিল ভারত। আর চীনের সেনার লাশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরের দিন সকালে চীনের সেনার সেই লাশ হস্তান্তর করে দেন ভারতীয় জওয়ানরা।
এবার এই প্রতারক চীনের প্রতারণার কথা মাথায় রেখে নিয়ন্ত্রণরেখায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের সংক্রান্ত নিয়মে বদল আনল ভারতীয় সেনা৷ নতুন নিয়ম অনুযায়ী, চীনের আক্রমণাত্বক মনোভাবের কড়া জবাব দিতে সীমান্তে জওয়ানদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত দিতে পারবেন ফিল্ড কম্যান্ডাররা। আরেকদিকে, সীমান্তে সেনাকে জবাবি পদক্ষেপ নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…