এবার বাংলা ছেড়ে চলে যেতে চলেছেন বাংলার অন্যতম অভিজ্ঞ পেস বোলার অশোক দিন্দা। জানা গিয়েছে বাংলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি পাকাপাকিভাবে নিয়ে নিয়েছেন। বাংলা ছেড়ে ছত্রিশগড় কিংবা গোয়ার হয়ে আগামী মরশুমে রঞ্জি ট্রফি খেলার সম্ভাবনা দেখা দিয়েছে অশোক দিন্দার।
গত মরশুমে রঞ্জি ট্রফি খেলার সময় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বাংলার ড্রেসিংরুমে বাংলার বোলিং কোচ রনদেব বসুর সাথে উওক্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন বাংলা অভিজ্ঞ পেসার অশোক দিন্দা। তড়িঘড়ি তাকে বাংলা রঞ্জি দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এছাড়াও বাংলা হেড কোচ অরুনলাল নিজেও অশোক দিন্দার ফিটনেস নিয়ে খুব একটা খুশি ছিলেন না। অশোক দিন্দাকে ছাড়াই রঞ্জি ট্রফির ফাইনাল খেলে বাংলা দল। এছাড়াও বাংলার কোচ সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে অশোক দিন্দার পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলেন না।
এর ফলে ধীরে ধীরে বাংলা ক্রিকেটের সাথে দূরত্ব বাড়তে থাকে অশোক দিন্দার। অভিমানি অশোক দিন্দা গত মরশুমেই বাংলা ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ছিলেন, এবার পাকাপাকিভাবে বাংলা ছেড়ে দিলেন অশোক দিন্দা। এই ব্যাপারে অশোক দিন্দা বলেন বাংলা ক্রিকেট দলে এমন একজন সদস্য রয়েছেন যিনি দলে থাকলে আমার দলে থাকার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে আমি বাংলা ছাড়তে চলেছি। তবে এখন তিনি কোন রাজ্যের হয়ে খেলবেন সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন নি। তবে মনে করা হচ্ছে গোয়ার হয়েই অশোক দিন্দার খেলার সম্ভাবনা বেশি। সেই সাথে ছত্রিশগড়ের হয়েও খেলার সম্ভাবনা রয়েছে অশোক দিন্দার।