মমতার ডাকে সাড়া দিলীপ ঘোষের, করলেন বিজেপির দলীয় কর্মসূচি বাতিল

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ে আগামী বুধবার ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐদিন দুপুরবেলায় নবান্নে হবে বৈঠক। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই বিধানসভার সব রাজনৈতিক দলের নেতাদের আহ্বান করা হয়েছে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য। এর আগেও দুটো সর্বদলীয় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের যেহেতু আহ্বান করা হয়েছে সেক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেও আহ্বান জানিয়েছেন ওই সর্বদলীয় বৈঠকে।

রাজনৈতিক মতবিরোধ থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে বুধবার সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার কথা জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, আজ দুপুর বেলায় করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বুধবারে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান করেন দিলীপ ঘোষ কে। মমতা ব্যানার্জির আহ্বানেই মেদিনীপুরের দলীয় কর্মসূচি বাতিল করে সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার কথা বলেন দিলীপ ঘোষ।

সম্পর্কিত খবর

X