বঙ্গ সন্তানকে কুর্নিশ, রবীন্দ্রনাথের পরে নাইট উপাধির পথে শুভদীপ

বাংলাহান্ট এক্সক্লুসিভঃ সালটা ১৯১৫। সাহিত্যে অসাধারণ দক্ষতার জেরে নাইটহুড (Knighthood) উপাধি লাভ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। কিন্তু তৎকালীন সময়ে জালিয়ানওয়ালা বাগের নৃশংস্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের প্রদত্ত উপাধি ত্যাগ করেন তিনি। তবে বর্তমান সময়ে আরও এবং বঙ্গ সন্তান পেলেন সেই সেরা সম্মান নাইটহুড উপাধি, শুভদীপ চ্যাটার্জী (Suvodeep Chatterjee)।

new 222 9

বঙ্গসন্তানের নাইটহুড লাভ
নিজের য্যোগ্যতা বলে ২০২০ সালের জানুয়ারিতেই তাঁর এতদিনকার সাফল্যের জেরে এই নাইটহুড উপাধি সম্মানে সম্মানিত হন তিনি। গত এপ্রিলেই তার এই সম্মান লাভের দিন নির্ধারিত হলেও, বর্তমান করোনা সঙ্কটের কারণে তা স্থগিত রাখা হয়েছে। ছোট থেকেই দারুণ প্রতিভাবান ছিলেন কলকাতার (Kolkata) পাইকপাড়ার শুভদীপ। প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পরবর্তীতে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতক হন।

new 2 1

অন্যান্য সাফল্য
পড়াশোনার পাশাপাশি তিনি অঙ্কন শিল্পেও দারুণ দক্ষ ছিলেন। ছোট থেকেই এই প্রতিভার কারণে বহু বার বহু সম্মানে সম্মানিত হয়েছেন। ২০১৪ সালে ‘লার্জেস্ট পেইন্টিং বাই মাউথ’ (১০০০ স্কোয়ার ফুট) এবং ২০১৭ সালে ‘ফাস্টেস্ট হ্যান্ড পেইন্ট’ (মাত্র ৫৬ সেকেন্ড)-র জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Records) নিজের নাম নথিভুক্ত করতে সক্ষম হন। এছাড়াও লিমকা বুক অফ রেকর্ড (Limca Book of Records), কেনটাকি কর্নেল অ্যাওয়ার্ড, অ্যাশিয়ান রেকর্ডস অ্যাকাডেমি জাতীয় নানাবিধ সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।

new 1 1

সাময়িক ভাবে পিছিয়েছে পুরস্কার প্রদানের অনুষ্ঠান
বর্তমানে তাঁর সাফল্যের ঝুলিতে আরও একটি সম্মানের পালক যুক্ত হয়েছে, নাইটহুড উপাধি। সুদূর জর্জিয়ার রাজ পরিবার থেকে এই সম্মানে সম্মানিত হওয়ার ডাক পেয়েছেন তিনি। গত এপ্রিলেই এই সম্মান প্রদানের অনুষ্ঠান হবার কথা থাকলেও, বর্তমান মহামারি করোনা পরিস্থিতির কারণে তা সাময়িক ভাবে পিছিয়ে গেছে। এই বছরের নভেম্বরে অথবা ডিসেম্বরে ফের এই অনুষ্ঠান হবার দিন নির্ধারিত হতে পারে।

new 444 3

আগামী দিনের শুভদীপ
মাত্র ২৭ বছর বয়সেই খ্যাতির চূড়ায় পৌঁছে শুভদীপ চ্যাটার্জী বাংলাহান্টকে জানালেন, এভাবেই এগিয়ে যেতে চান জীবনের আগামীতে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ এবং বিশ্ব প্রভিতার উৎসবে নিজেকে সামিল করতে চান।


Smita Hari

সম্পর্কিত খবর