H1B ভিসার উপর মার্কিন সরকার জারী করল নিষেধাজ্ঞা, সমস্যায় পড়বে ভারতীয়রা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংকটের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা (America)। মৃত এবং আক্রান্তের নিরিখে সকল দেশকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে এই দেশ। তবে এবার মার্কিন সরকার ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু গৃহীত পদক্ষেপে সমস্যায় পড়তে চলেছে বিরাট সংখ্যক ভারতীয় নাগরিক।

বাতিল হচ্ছে H1B ভিসার যাত্রা
বর্তমান সময়ে ট্রাম্প সরকার H1B ভিসার (H1B Visa) উপর জারী করল সাময়িক নিষেধাজ্ঞা। ৩১ শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই ভিসা মারফত যাওয়া আসা বন্ধ করল মার্কিন সরকার। ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তের জেরে আমেরিকায় কাজের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন থেকে বঞ্চিত হতে চলেছে প্রায় আড়াই লক্ষ মানুষ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে ভারতীয় নাগরিকরা।

fc0bf703d5511e5c04a427f7ec644f37

কি এই H1B ভিসা?
কর্ম সূত্রে আমেরিকায় যেতে গেলে এই H1B ভিসার প্রয়োজন হয়। এই H1B ভিসার সবথেকে বেশি সুবিধা পায় ভারতের আইটি সেক্টরে কর্মরত মানুষজন। সেই কারণে বর্তমানে ট্রাম্প সরকারের নেওয়া সিদ্ধান্তে ভারতীয় নাগরিকরা বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে।

সংকটজনক অর্থনীতি
ভিসা বাতিলের প্রসঙ্গে ট্রাম্প সরকার জানালেন, বর্তমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটের কারণে আমেরিকাবাসীর কর্ম সংস্থান করতে এই H1B ভিসা এবং সেইসঙ্গে অন্যান্য ভিসাও বাতিল রাখা হচ্ছে। এই ভিসা বাতিল থাকবে চলতি বছরের শেষ দিন পর্যন্ত। তবে যারা বর্তমানে এই ভিসার সুবিধা নিয়ে সেখানে রয়েছে, তাঁদের উপর এই বিষয়ে কোন প্রভাব পড়বে না।

Smita Hari

সম্পর্কিত খবর