বাংলাহান্ট ডেস্ক: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। এমন এক প্রতিভার অবসানে শোকগ্রস্ত গোটা অভিনয় জগৎ। তারকা থেকে অনুরাগী, কারওরই বিশ্বাস হচ্ছে না সুশান্ত আর নেই। তাঁর ছবি, গান, সংলাপের মাধ্যমেই ফিরে ফিরে আসছে অভিনেতার নানান স্মৃতি।
সুশান্তের অনুরাগীরা তাঁর পুরনো ভিডিও, সাক্ষাৎকার শেয়ার করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে চোখে জল এসেছে অনেকেরই। সেই সঙ্গে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধায় মাথা ঝুঁকিয়েছেন তাঁরা।
ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের খাবার পরিবেশন করছেন সুশান্ত। তাঁর চোখে মুখে খুশি দেখা যাচ্ছে স্পষ্ট। অভিনেতার ফ্যানপেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরা একের পর এক মন্তব্য করছেন ভিডিওতে। সকলেই সুশান্তের দেশভক্তি ও বড় মনের প্রশংসা করছেন। পাশাপাশি তাঁর সংষ্কার, আচার আচরনের প্রশংসাও করছেন নেটজনতা। এখানেও বহু মানুষকে দেখা গেল সুশান্তের মৃত্যুর সঠিক বিচার চাইতে। অনেকেই দাবি করছেন অভিনেতার মৃত্যু আসলে আত্মহত্যা না, তাঁকে খুন করা হয়েছে।
https://www.instagram.com/p/CBtFrBDBXmM/?igshid=lci9rciywx5y
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্ত হওয়া উচিত, দাবি করেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (manoj tiwari)। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারওর সঙ্গে পরিচয় না থাকলে একজন বাইরের মানুষের পক্ষে এই জগতে টিকে থাকা বেশ কঠিন। কিন্তু তা সত্ত্বেও এমন কি পরিস্থিতি তৈরি হল যার জন্য আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সুশান্ত, তা জানার জন্য সিবিআই তদন্ত জরুরি বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ।
সুশান্তের স্মৃতির উদ্দেশে এক স্মরন সভার আয়োজন করা হয় তাঁর পাটনার বাড়িতে। সেই সভায় উপস্থিত ছিলেন মনোজ তিওয়ারিও। সেখানেই অভিনেতার মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি জানান তিনি। পাশাপাশি সুশান্তের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। তাঁদের মন শক্ত করার কথা বলেন বিজেপি সাংসদ।