সামাজিক দূরত্ব উলঙ্ঘন করে মহিলাদের মধ্যে কেক কাটলেন বিজেপি বিধায়ক, সমালোচনার ঝড় উঠল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ ইন্দোরের (Indore) বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক রমেশ মেন্ডলা (Ramesh Mandola) এই করোনা সংক্রমণের পরিস্থিতিতে এমন এক কাজ করেছেন, যার কারণে তিনি সর্বজন নিন্দার শিকার হয়েছেন। মধ্যেপ্রদেশের ইন্দোরে মারাত্মকভাবে ছড়িয়েছে করোনা সংক্রমণের পরিমাণ। লকডাউনের জেরে গত তিন মাস ধরে বন্ধ রাখা হয়েছিল সমস্ত দোকান পাট।

ঘটনার বিবরণ
মহামারি করোনা ভাইরাস কিছুটা হলেও আয়োত্তের মধ্যে আসার পর মধ্যপ্রদেশ সরকার স্বাভাবিক ছন্দে ফেরার জন্য দোকান পাট এমনকি বিউটি পার্লার খোলার অনুমতি দিয়েছেন। বিউটি পার্লারের মহিলা কর্মীরা ঠিক করেন সরকারকে সম্মান জ্ঞাপন করবেন। সেইমত তাঁর একটি ছোট খাটো অনুষ্ঠানের আয়োজন করে।

MLA Ramesh Mandola said Opposition leaders will also demand proof of space mission

লঙ্ঘিত হয় সামাজিক দূরত্ব
বিউটি পার্লারের সামনে সাজিয়ে সেখানে ফুল মিষ্টি সহযোগে একটি কেকেরও আয়োজন করেন। অতিথি হিসাবে সেখানে উপস্থিত হন ইন্দোরের বিজেপি বিধায়ক রমেশ মেন্ডলা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোনোরকম সামাজিক দূরত্ব এবং করোনা সতর্কীকরণ না মেনেই তিনি মহিলাদের সঙ্গে মিলিতভাবে কেক কাটায় সামিল হন। শুধু তাই নয়, মহিলাদের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ছবিও তোলেন। একজন বিজেপি বিধায়ক হয়েও তাঁর এই নিয়ম ভঙ্গের জেরে নিন্দায় সরব হয়েছে বিরোধী দল।

মামলা দায়ের করে বিরোধী দল
প্রতিদিন যেখানে গড়ে ৫০ জন করে করোনা পজেটিভ ব্যক্তি ধরা পড়ছেন, করোনা মৃতের সংখ্যা যেখানে ২০০ ছাড়িয়েছে, সেখানকার বিধায়ক কিভাবে এই অজ্ঞানতার কাজ করতে পারেন, এই নিয়েও উঠছে নানান প্রশ্ন। বিরোধী দল কংগ্রেসের রাজ্য সম্পাদক রাকেশ সিং যাদব, এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ১৮৮ ধারায় মামলা দায়ের করেছেন। পাশাপাশি সংকটকালে জনসমাবেশ করার কারণে ১৪৪ ধারার অমান্য করার কারণেও তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর