প্রকাশিত হয়ে গেল ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা অনুর্দ্ব-১৭ মহিলা বিশ্বকাপের পরিবর্তিত সূচী।

ফিফার তরফে প্রকাশিত করা হল মহিলা যুব বিশ্বকাপ এর পরিবর্তিত সূচি। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে অনুষ্ঠিত হবে অনুর্দ্ব 17 মহিলা বিশ্বকাপের সাতটি ম্যাচ। এশিয়ায় অন্যতম সেরা এই স্টেডিয়ামে অনুর্দ্ব 17 মহিলা বিশ্বকাপের একটা কোয়ার্টার ফাইনাল সহ গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে বিশ্বকাপের প্রথম ম্যাচ রয়েছে 18 ই ফেব্রুয়ারি।

ভারতে অনুর্দ্ব 17 মহিলা বিশ্বকাপের আসর বসার কথা ছিল চলতি বছরের 2 য় নভেম্বর থেকে 21 শে নভেম্বর পর্যন্ত। কিন্তু বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনা ভাইরাসের দাপট বৃদ্ধি পাওয়ার কারণে ফুটবলারদের নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেই কারণেই মহিলাদের যুব বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে। ফিফার তরফে মে মাসের শুরুতেই জানিয়ে দেওয়া হয় যে, 2021 সালের 17 ই ফেব্রুয়ারি থেকে 7 ই মার্চ পর্যন্ত ভারতের মাটিতে বসবে অনুর্দ্ব 17 মহিলা যুব বিশ্বকাপের আসর।

IMG 20200624 145214

আয়োজক দেশ ভারত তাদের গ্রুপ লিগের প্রত্যেকটি ম্যাচ খেলবে অসমের গুয়াহাটি স্টেডিয়ামে। অনুর্দ্ব 17 মহিলা বিশ্বকাপের আসর শুরু হতে চলেছে 7 ই ফেব্রুয়ারি থেকে। সেই দিনই মাঠে নামবে ভারতীয় অনুর্ধ 17 মহিলা ফুটবল দল। 20 তারিখ এবং 23 তারিখ ভারতীয় দলের গ্রুপ লিগের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে। নবি মুম্বাই এবং ভুবেনেশ্বরে বিশ্বকাপের পরবর্তী দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 7 ই মার্চ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নবি মুম্বাইতে।

Udayan Biswas

সম্পর্কিত খবর