বাংলা হান্ট ডেস্কঃ সাত দিন, ১৫ দিন না, একবারে প্রায় ৪০ দিনের লকডাউনের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। আজ সর্বদলীয় বৈঠকের পর নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরাজ্যের লকডাউনের সময়সীমা বাড়িয়ে একেবারে ৩১ জুলাই পর্যন্ত করে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে, কনটেইনমেন্ট জোন গুলোতে আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন থাকবে, বাকি জায়গায় আনলকের মতো ছাড় থাকবে।
তিনি এও জানিয়ে দেন যে, ৩১ জুলাই পর্যন্ত লোকাল আর মেট্রো ট্রেন চালু হবেনা। আগামী সপ্তাহে এই লকডাউন নিয়ে নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এও জানান যে, লকডাউনে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষা হবে।
এছাড়াও আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ওই কমিটিতে বিরোধী দলের সমস্ত নেতাকেই নেওয়া হয়েছে। ওই কমিটি যেমন প্রস্তাব দেবে, সেই ভিত্তিতে কাজ হবে বলে জানান তিনি। এছাড়াও সুন্দরবনে বাঁধ নির্মাণ সহ অনেক সমস্যার স্থায়ী সমাধানের জন্য নীতি আয়োগকে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।