বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের জেরে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে সুপার পাওয়ার আমেরিকা (America)। প্রথম থেকেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এই মহামারির জন্য চীন সরকারকে দোষারোপ করে এসেছে। এবার প্রকাশ্যে চীনকে হুমকি দিল ট্রাম্পের জাতীয় সুরক্ষা উপদেষ্টা। করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার ব্যাপারে ফের একবার চীনকে হুঁশিয়ারি দিল আমেরিকা।
আমেরিকায় করোনা প্রভাব
আমেরিকায় ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের এবং মৃতের সংখ্যা। ক্রমশই দুর্বল হয়ে পড়ছে সুপার পাওয়ার আমেরিকা। ধীরে ধীরে বাড়ছে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দেড় লক্ষ ছুঁইছুঁই। প্রতিদিন গড়ে ২৫ হাজার করে মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন। ধীরে ধীরে এই করোনা আক্রান্তের সংখ্যাই রাতের ঘুম কারছে মার্কিন রাষ্ট্রপতির।
চীনকে হুঁশিয়ারি
এই পরিস্থিতিতে মার্কিন সরকারের ডোনাল্ড ট্রাম্পের জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন চীনকে সতর্ক করে জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টির এই ঘৃণ্য কার্জকলাপের বিরুদ্ধে মার্কিন সরকার যোগ্য পদক্ষেপ নেবে। পাশপাশি তিনি আরও বলেন, আগামী দিনে চীন যদি সচেতন না হল তাহলে আমেরিকার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা পররাষ্ট্র সচিব মাইক পম্পেও, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এবং এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রায়ও চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, চীনের প্রতি সহানুভূতির দিন শেষ। এরপর থেকে মার্কিন সরকার আর চীনের প্রতি কোন সহানুভূতি দেখাবেন না। চীনের কমিউনিস্ট পার্টির কার্যকলাপ এবং চীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠবে।