বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই, বিশ্বব্যাপী মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। ভারতেও থাবা বসিয়েছে করোনা। এর জেরেই বিশ্ব বাজারে তৈরী হয়েছে অর্থনৈতিক মন্দা। যার সাথে পাল্লা দিয়ে চলছে সোনার দামের উত্থান পতন
একদিন আগেই দেশজুড়ে রেকর্ড দাম হয়েছিল সোনার। যা দেখে কার্যত মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। আজ কিছুটা স্বস্তি দিল সোনার দাম। 24 ক্যারেট সোনা আজ 339 টাকা কমে 48236 টাকা প্রতি 10 গ্রাম হয়েছে। যা বুধবার 362 টাকা বেড়ে প্রতি 10 গ্রাম 48482 টাকায় পৌঁছে রেকর্ড করেছিল।
যদিও সোনার দাম কমলেও স্বস্তি দিচ্ছে না পেট্রল ডিজেল। এই প্রথম বার ডিজেলের দাম ৮০ টাকার গণ্ডি ছাড়াল। দিল্লিতে এমন ঘটনা ঘটেছে। রাজধানীতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৯.৯২ টাকা আর ডিজেলের ৮০.০২ টাকা। টানা ১৯ দিন অব্যাহত পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি। বলা চলে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। যার জন্য ইতিমধ্যেই মূল্যবৃদ্ধির অশনিসংকেত দেখছে আমজনতা। শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে দাম৷ জানে না কেউ
আনলকডাউনের প্রথম থেকেই প্রতিদিন বাড়ছে পেট্রল ডিজেলের দাম । অপরদিকে রাজ্য সরকারের চাপে ভাড়া বাড়াতে পারছেন না বাস মালিকেরাও। এই দ্বৈত কারনেই শহর কলকাত থেকে একের পর এক কার্যত উধাও বেসরকারি বাস। বাড়ছে অটো দৌরাত্ম্যও। সব মিলিয়ে আনলকডাউনে যে সব চাকুরিজীবি ও ব্যাবসায়ীদের পথে নামতে হয়েছে তাদের কপালে জুটছে চরম দুর্ভোগ।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার