৮৩-র স্মৃতি! বাউন্ডারি মারছেন আর গাভাস্কারের স্ত্রীর দিকে তির্যক দৃষ্টিতে তাকাচ্ছেন ভিভ রিচার্ডসন।

1983 বিশ্বকাপ এর একটি বিশেষ ঘটনা। সেই বিশ্বকাপে ভারতের 183 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পরপর দু’টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তারপরে ক্রিজে নামেন ওয়েস্ট ইন্ডিজের সেই সময়কার সবথেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান ভিভ রিচার্ডসন। যার নাম শুনলে অনেক তাবড় তাবড় বোলারেরও হার্টবিট বেড়ে যায়। সেই রিচার্ডসন মাঠে নেমে একের পর এক ভারতীয় বোলারদের বলে বলে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন। প্রত্যেকটা বাউন্ডারি মারছেন আর তিনি তির্যক দৃষ্টিতে তাকিয়ে নিচ্ছেন নার্সারি পয়েন্টের গ্যালারির দিকে।

সেই নার্সারি পয়েন্টে গ্যালারিতে বসেছিলেন কপিল দেব সুনীল গাভাস্কার এবং মদনলালের স্ত্রীরা। সেই সময় নার্সারি পয়েন্টে ফিল্ডিং করেছিলেন সন্দীপ পাতিল এবং সুনীল গাভাস্কার ফিল্ডিং করছিলেন স্লিপে। রিচার্ডসনের কার্যকলাপ দেখে সন্দেহ হয় সুনীল গাভাস্কারের।

1507950936dcebeea88d24c637f12512dd679637d940c1066c59463a383ce84b239c5b219

ভিভ রিচার্ডসন যে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মরার পর তাদের স্ত্রীদের দিকে তাকিয়ে স্লেজিং করছেন সেটা বুঝতে পেরে সন্দীপ পাতিল মারফত নিজের স্ত্রী মার্শলেনের কাছে বার্তা পাঠান সুনীল গাভাস্কার। সঙ্গে সঙ্গে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান সুনীল গাভাস্কারের স্ত্রী মার্শলেন। তারপরই স্টেডিয়াম ছেড়ে একে একে বেড়িয়ে যান কপিল দেব, মদনলালের স্ত্রীরা। সেই সময়ে রিচার্ডসন এত ভালোভাবে ব্যাটিং করেছিলেন যে ভারতের হার শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সেটা বুঝতে পেরে খেলার মাঝেই গাভাস্কার, কপিল দেবদের স্ত্রীদের দিকে স্লেজিং ছুড়ে দিয়েছিলেন রিচার্ডসন। তবে শেষ পর্যন্ত সেই বিশ্বকাপে জয়ী হয় ভারতীয় দল এবং তারপর আর মুখ দেখাতে পারেননি রিচার্ডসন। তবে ক্রিকেটে স্লেজিং দেখলেও ক্রিকেটারদের স্ত্রীদেরও যে এভাবে স্লেজিং করা যায় সেটা প্রথমবার দেখিয়েছিল ভিভ রিচার্ডসন।


Udayan Biswas

সম্পর্কিত খবর