জঙ্গিগোষ্ঠীর মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন কে ‘শহীদ’ বলে সন্মান দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

 

বাংলা হান্ট ডেস্ক : এর আগেও বহুবার নানান রকম বিতর্কমূলক কথাবার্তা বলে খবরের শিরোনামে এসেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার করা মন্তব্যের ফলে বহুবার আমজনতার রোষের মুখে পড়তে হয়েছে ইমরান খানকে।তবে এবার সব সীমা পার করে দিলেন তিনি। এবার জঙ্গিগোষ্ঠীর মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি।

প্রসঙ্গত, আজ থেকে 9 বছর আগে 2011 সালে আল-কায়েদা সন্ত্রাসগোষ্ঠীর মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে খতম করে মার্কিন সেনা। অমন সন্ত্রাসবাদীর মৃত্যুতে উল্লাসিত ছিল গোটা বিশ্ব। সেই লাদেন কেই ‘শহীদ’ বলে সম্মান দিলেন ইমরান খান।

imran osama

সম্প্রতি সংসদে তিনি বলেন, “আমাদের অনেক বড় ক্ষতি হয়েছিল যখন মার্কিন সেনারা ওসামা বিন লাদেনকে হত্যা করে। লাদেন শহীদ হয়েছেন মার্কিন সেনার জন্য।” এমন মন্তব্য করার পরে বিপাকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান।তার এই বক্তব্যের পরেই তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া নিন্দার ঝড় ওঠে সর্বত্র।

Udayan Biswas

সম্পর্কিত খবর