1983 সালে 25 শে জুন ইংল্যান্ডের মাটিতে তৎকালীন শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেই বিশ্বকাপ জয়ের দিনে বিশ্বের নানান তরফ থেকে শুভেচ্ছা বার্তা ভেসে আসে ভারতীয় ক্রিকেট দলের জন্য। কপিল দেবের নেতৃত্বাধীন সেই ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন যুবরাজ সিং। আর এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী যুবরাজ সিংয়ের পুরনো কথা টেনে এনে খোঁচা দিলেন যুবিকে। ফের দুজনের মধ্যে টুইট যুদ্ধ বেধে গেল।
1983 বিশ্বকাপ জয়ী দল কে অভিনন্দন জানালেও সেই পোস্টে কাউকে ট্যাগ করেনি প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। সেখানেই যুবরাজ সিং কে কটাক্ষ করে রবি শাস্ত্রী লিখেছেন, “ধন্যবাদ জুনিয়র তুমি এই পোস্টটি আমাকে এবং কপিল দেবকে ট্যাগ করতে পারতে তো!”
যুবরাজ সিং এবং রবি শাস্ত্রীর মধ্যে টুইট যুদ্ধ বেঁধেছিল কয়েক মাস আগেই 2 ই এপ্রিল। 2011 সালের 2 ই এপ্রিল ভারতীয় দল দ্বিতীয় বারের জন্য 50 ওভারের বিশ্বকাপ জিতেছিল। তাই 2 ই এপ্রিল ভারতীয় দলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। সেই পোস্টে যুবরাজ সিং শাস্ত্রীকে খোঁচা দিয়ে লিখেছিলেন, “ধন্যবাদ সিনিয়ার, তুমি আমাকে এবং ধোনিকে এই পোষ্টের ট্যাগ করতে পারতে তো।” এবার সেই পুরোনো কথা টেনে এনে যুবিকে খোঁচা দিলেন রবি শাস্ত্রী।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…