BIG NEWS উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

 

বাংলা হান্ট ডেস্ক: করোনাভাইরাস জেরে থমকে গিয়েছিলো গোটা দেশ। সংক্রমণ এড়াতে দীর্ঘ আড়াই মাস লকডাউন ছিল গোটা ভারত জুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত স্কুল, কলেজ।

যদিও তখন চলছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তবুও পরীক্ষার আগের প্রাণ কেই গুরুত্ব দিয়ে স্থগিত করে দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর বাকি পরীক্ষা তারিখ নিয়ে বিস্তর আলোচনা চলছে। সে ক্ষেত্রে সবাই স্কুল কলেজ না খোলার দিকেই মত দিয়েছেন।

IMG 20200626 WA0010

আগামী 2, 6, ও 8 জুলাই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন হিসেবে ঠিক করা হয়েছিল। কিন্তু আজ নানান দিক বিবেচনা করে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘2, 6, 8 জুলাই এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলো। পরবর্তী পরীক্ষার দিন পরে ঘোষণা হবে। আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখেই এই পদক্ষেপ। বিশেষজ্ঞ কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।’ 31 শে জুলাই এর মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পার্থ চ্যাটার্জী।

উল্লেখিত, বেশিরভাগ অভিভাবকরাই চাইছেন আগে তাদের সন্তানরা সুস্থ থাকুক তারপরে পরীক্ষার কথা ভাবা যাবে সে কারণেই সরকারের এই সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা।

Udayan Biswas

সম্পর্কিত খবর